Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রীমঙ্গলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু


১৫ জুলাই ২০২০ ১৬:৪৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রতীকী ছবি

মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) রাত ১০টায় পুকুর থেকে তাদের লাশ উদ্বার করা হয়েছে ।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার সন্ধ্যা থেকে শ্রীমঙ্গলের শহরতলীর পশ্চিম ভাড়াউড়া এলাকার মধু মিয়ার ৫ বছরের মেয়ে রেশমী ও পাশের বাড়ির ফারুক মিয়ার ৬ বছরের মেয়ে মারিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। রাত সাড়ে ৮টার দিকে পুকুরে রেশমীর লাশ ভেসে ওঠে। পরে মারিয়ার লাশও পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছালিক আহমেদ জানান, চেয়ারম্যান ও স্থানীয়দের কোন অভিযোগ না থাকায় দুই শিশুর লাশ দাফনের নির্দেশ দেয়া হয়েছে। দুই শিশুর বাবা দিনমজুর। তারা রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। নিহত দুই শিশুর পরিবারকে আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।

বিজ্ঞাপন

পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু শ্রীমঙ্গল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর