Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম বন্দরে শেডে আগুন


১৫ জুলাই ২০২০ ১৮:৪৭

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বন্দরে পণ্য রাখার একটি শেডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৫ জুলাই) বিকেল সোয়া ৪টার দিকে বন্দরের দুই নম্বর জেটি সংলগ্ন তিন নম্বর শেডে আগুন লাগে। ফায়ার সার্ভিসের আগুন নেভাতে কাজ করছে।

চট্টগ্রামের ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফরিদ উদ্দিন সারাবাংলাকে জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি স্টেশন থেকে ১৪টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। বিকেল সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। এরপর দু’টি গাড়ি ফেরত পাঠানো হয়েছে। ১২টি গাড়ি আগুন পুরোপুরি নেভানোর কাজ করছে।

বিজ্ঞাপন

অগ্নিকাণ্ডের কারণ জানতে চাইলে ফরিদ উদ্দিন বলেন, ‘শেডের ভেতর দিয়ে বিদ্যুতের সঞ্চালন লাইন গেছে। সেখান থেকেও লাগতে পারে। আবার সেখানে ওয়েল্ডিংয়ের কোনো কাজ চলছে কি না, সেটি খতিয়ে দেখা প্রয়োজন। এই মুহূর্তে আগুন লাগার প্রকৃত কারণ বলা যাচ্ছে না।’

চট্টগ্রাম বন্দরের ওই শেডে যেসব কনটেইনারে বিভিন্ন আমদানিকারকের পণ্য একসঙ্গে আসে, সেগুলো খালাস করে রাখা হয়।

চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক সারাবাংলাকে বলেন, ‘শেডে বিভিন্ন ধরনের আমদানি পণ্য আছে। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতি এই মুহূর্তে বলা যাচ্ছে না।’

চট্টগ্রাম বন্দর বন্দরের শেডে আগুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর