নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত ৮৯ ভাগ সুস্থ
১৫ জুলাই ২০২০ ২০:১৭
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে ৮৯.১৩ ভাগ মানুষ সুস্থ হয়ে উঠেছেন। মারা গেছেন ২.১৩ ভাগের বেশি। আক্রান্তের হার বুধবার পর্যন্ত গড়ে ১৯.৪৮ । জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ৮ মার্চ জেলায় দু’জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছিল। আজ বুধবার সকাল পর্যন্ত জেলায় ২৯ হাজার ৫২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। করোনা শনাক্ত হয়েছেন ৫ হাজার ৬৬০ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ১২১ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ৫০৪৭ জন।
নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন মোঃ ইমতিয়াজ বলেন, গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৯৯ জনের। নতুন করে আক্রান্ত হয়েছেন ৪২ জন।
মোট আক্রান্তের মধ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার ১৯৬৮ জনের মধ্যে মারা গেছেন ৬৬ জন, ফতুল্লা থানা এলাকার আক্রান্ত ১৩২০ জনের মধ্যে মারা গেছেন ২২ জন, রূপগঞ্জ উপজেলা এলাকার আক্রান্ত ১১২১ জনের মধ্যে মারা গেছেন ১০ জন, সোনারগাঁও উপজেলার আক্রান্ত ৪৯০ জনের মধ্যে মারা গেছেন ১৬ জন, আড়াইহাজার উপজেলার আক্রান্ত ৫৪০ জনের মধ্যে মারা গেছেন ৪ জন এবং বন্দর উপজেলার আক্রান্ত ২২১ জনের মধ্যে মারা গেছেন ৩ জন।
এ পর্যন্ত সুস্থ হওয়া ব্যক্তিদের মধ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার ১৭৬১ জন, ফতুল্লা থানা এলাকার ১১৮৬ জন, আড়াইহাজার উপজেলার ৪৭৯ জন, সোনারগাঁও উপজেলার ৪৮৭ জন, বন্দর উপজেলার ১৭৮ জন এবং রূপগঞ্জ উপজেলার ১০০৬ জন রয়েছেন