Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর মামলা সচলে দুদকের আবেদন


১৬ জুলাই ২০২০ ১২:২১

ঢাকা: হাইকোর্টের আদেশে স্থগিত থাকা সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর মামলা সচল চেয়ে আপিল বিভাগে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন। মামলাটি শুনানির জন্য আপিল বিভাগের কার্য তালিকায়ও উঠে এসেছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ভার্চুয়াল আপিল বেঞ্চে দুদকের আবেদন কার্য তালিকাভুক্ত রয়েছে বলে জানিয়েছেন আইনজীবী খুরশীদ আলম খান।

তিনি জানান, ওই মামলার ওপর হাইকোর্ট বিভাগ ছয় মাসের স্থগিতাদেশ দিয়েছিলেন। এর বিরুদ্ধে আমরা আপিল বিভাগে আবেদন করি। যেটি বৃহস্পতিবারের কার্যতালিকায় রয়েছে।

লতিফ সিদ্দিকীর আবেদনের শুনানি নিয়ে বগুড়ায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলা চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি ছয় মাসের জন্য স্থগিত করেছিলেন হাইকোর্ট।

হাইকোর্টে লতিফ সিদ্দিকীর আইনজীবী ছিলেন জেয়াদ আল মালুম। দুদকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।

২০১৭ সালের ১৭ অক্টোবর রাতে দুদকের বগুড়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বাদী হয়ে আদমদীঘি থানায় পাটকলের প্রায় আড়াই একর জমি দরপত্র ছাড়াই বিক্রির মাধ্যমে সরকারের প্রায় ৪০ লাখ ৭০ হাজার টাকা আর্থিক ক্ষতির অভিযোগ এনে সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীসহ দু’জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলার অপর আসামি হলেন- ওই জমির ক্রেতা বগুড়া শহরের কাটনারপাড়া এলাকার মৃত হারুন-অর-রশিদের স্ত্রী জাহানারা রশিদ।

আব্দুল লতিফ সিদ্দিকী করোনা কোর্ট মামলা

বিজ্ঞাপন
সর্বশেষ

শরৎ বাংলাদেশের কোমল স্নিগ্ধ এক ঋতু
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫৪

সম্পর্কিত খবর