বিপুল পরিমাণ ভিওআইপি সরঞ্জামাদিসহ গ্রেফতার ৩
৭ মার্চ ২০১৮ ১৯:০৪
স্টাফ করেসপন্ডেন্ট
রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে বিপুল পরিমাণ ভিওআইপি সরঞ্জামাদিসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব-২।
গ্রেফতাররা হলেন এস.এম. মোস্তাফিজুর রহমান (২৬), ওয়াসিফ হোসেন (২৬) ও মো. নূর আলম মিয়া (২৭)।
র্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. ফিরোজ কাউছার সারাবাংলাকে জানান, রাজধানীর মোহাম্মপুরের ২ নম্বর রোডে মোহাম্মদীয়া হাউজিং লিমিটেডের বাড়িতে লাইসেন্স ছাড়া টেলিযোগাযোগ ইন্টারনেট স্থাপন ও ব্যবহার এবং বেতার যন্ত্রপাতির ব্যবহার ও দখলে রাখাসহ বে-আইনি কাজ চলছিল।
তারা রিমোট অ্যাকসেস পদ্ধতি ব্যবহার করে ভিওআইপি ব্যবসা করে আসছিল। এই পদ্ধতিতে একটি সফটওয়্যার ল্যাপটপে ব্যবহার করে যে সব জায়গায় দ্রুতগতির ইন্টারনেট রয়েছে সেখানে ভিওআইপি’র সরঞ্জামাদি স্থাপন করে তা নিয়ন্ত্রণ করা হয়। তারা অভিনব পন্থায় কয়েক বছর ধরে এই অবৈধ ভিওআইপি ব্যবসা চালিয়ে আসছে।
গ্রেফতারদের কাছ থেকে একটি ইজয়েন সিম বক্স ৩২/১২৮ পোর্ট, ৫৫ টি এয়ারটেল ৪জি সিম, ৭০ টি বাংলালিংক ফোরজি সিম, একটি ল্যাপটপ, একটি কালো রংয়ের এয়ার কুলার, একটি স্যামস্যাং এলইডি মনিটর, একটি ইউপিএস, একটি সিপিইউ, একটি রাউটার, একটি কি-বোর্ড, একটি কিউবি জিগাসেট এসএক্স৬৮২ ওয়াইম্যাক্স, একটি পোর্ট ফাস্ট এথার্নেট সুইচ, দুটি মাউস, ৬টি পাওয়ার সাপ্লাই কেবল, একটি ব্রাক ব্যাংক ভিসা ক্রেডিট কার্ড, ৫টি মোবাইল সেট উদ্ধার করা হয়।
সারাবাংলা/এসআর/একে