Friday 17 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেফতার


৭ মার্চ ২০১৮ ১৯:০৯

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে শ্যামলী স্কয়ার মার্কেটের সামনে থেকে ডাকাতির প্রস্তুতির সময় দেশিয় অস্ত্রসহ পাঁচ জনকে আটক করেছে র‌্যাব-২। বুধবার দুপু‌রে তা‌দের আটক করা হয়।

গ্রেফতাররা হ‌লেন- দ্বীন মোহাম্মদ (২৫), মনির হোসেন (২২), মেদেহী হাসান ওর‌ফে মেহেদী হোসেন (২২), আব্দুল হালিম (৫৫) ও মো. এমরান (৩০)।

র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. ফিরোজ কাউছার সারাবাংলা‌কে জানান, দুপুর একটার দি‌কে শ্যামলী স্কয়ার মার্কেটের সামনে ফুটওভার ব্রিজের নিচে দেশীয় অস্ত্র-সরঞ্জামসহ তারা ডাকা‌তির জন্য বসে ছিলো।

র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় ডাকাত দলের ৫ জন সদস্যকে আটক করা হয়। তা‌দের কাছ থে‌কে এক‌টি ক‌রে ড্যাগার, চাকু ও ছু‌ড়ি এবং দু‌টি সিমসহ মোবাইল উদ্ধার করা হয়।

তি‌নি আরও ব‌লেন, রাতে এই চক্রটির এমন দুই বা ততোধিক দল একত্র হয়। নির্দিষ্ট ফ্ল্যাটে বা ফাঁকা বাড়ীর গ্রিল কেটে অথবা তালা ভেঙে ডাকাতি করে। গ্রেফতারদের জিজ্ঞাসাবাদে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা যাচাই-বাছাই করে ভবিষ্যতেও র‌্যাব-২ এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সারাবাংলা/এসআর/এমআই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর