নাটোরে বন্যা পরিস্থিতির অবনতি, লোকালয়ে আত্রাই নদীর পানি
১৬ জুলাই ২০২০ ১৮:১৩
নাটোর: জেলার সিংড়ায় সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। উপজেলার শেরকোল ইউনিয়নের টেমুক-নওগাঁ সড়কের ৩টি স্থান ধসে আত্রাই নদীর পানি তীব্র বেগে প্রবেশ করছে লোকালয় ও ফসলি জমিতে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) এলজিইডির তত্ত্বাবধানে এলাকাবাসী সকাল থেকে বাঁশ দিয়ে পানি ঠেকানোর চেষ্টা করে যাচ্ছে।
এদিকে দুপুরে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে দুর্গতদের আশ্রয় কেন্দ্রে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন। এসময় তিনি ক্ষতিগ্রস্ত এক হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন।
প্রতিমন্ত্রী জানান, এবারের বন্যায় সিংড়ার ৫টি ইউনিয়নের ১০ হাজার পরিবার ক্ষতির মুখে পড়েছে। সবার মাঝেই সরকারি সহায়তা পৌঁছে দেওয়া হবে বলেও জানান তিনি।