করোনার সময়েও ৫৩০ কোটি টাকার রাজস্ব আদায় করেছে নিবন্ধন অধিদপ্তর
১৬ জুলাই ২০২০ ২২:৩৮
ঢাকা: গত ৩১ মে থেকে ৩০ জুন পর্যন্ত সারাদেশে সাব-রেজিস্ট্রি অফিস সমূহে ২ লাখ ৪৭ হাজার ৭৮০টি দলিল রেজিস্ট্রি এবং ৫২৯ কোটি ৮১ লাখ ৫১ হাজার ৩৩৯ টাকার রাজস্ব আদায় করেছে নিবন্ধন অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৬ জুলাই) আইন মন্ত্রণালয়ে পাঠানো অধিদপ্তরের মহাপরিদর্শক শহীদুল আলম ঝিনুকের একটি প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ‘দেশের করোনাকালীন সময়ে অর্থাৎ সাধারণ ছুটি পরবর্তীকালে স্বাস্থ্যবিধি মেনে গত ৩১ মে থেকে ৩০ জুন পর্যন্ত সারাদেশে সাব-রেজিস্ট্রি অফিস সমূহে ২ লাখ ৪৭ হাজার ৭৮০ টি দলিল রেজিস্ট্রি এবং ৫২৯ কোটি ৮১ লাখ ৫১ হাজার ৩৩৯ টাকার রাজস্ব আদায় করা হয়েছে। এই সময়ের মধ্যে ২২ জন কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১৩ জন সুস্থ্য হয়ে উঠেছেন ও ১ জন কর্মচারী মৃত্যুবরণ করেছেন।
এখনও বিভিন্ন অফিস থেকে করোনা আক্রান্তের খবর আসছে। এতে কর্মকর্তা/কর্মচারীগণের মধ্যে করোনা ভীতি বিরাজ করলেও সংশ্লিষ্ট কর্মকর্তা/কর্মচারীগণ নিষ্ঠার সাথে তাদের দায়িত্ব ও কর্তব্য পালন করে রাষ্ট্রের উন্নয়ন কর্মকান্ড সচলে ভূমিকা রাখছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।