Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাষ্ট্রপতির ছোট ভাই মারা গেলেন করোনায়


১৭ জুলাই ২০২০ ০২:৫৫

ঢাকা: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছোট ভাই ও সহকারী একান্ত সচিব আবদুল হাই করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন। একাত্তরে সম্মুখ সমরে অংশ নিয়েছিলেন তিনি।

শুক্রবার (১৭ ‍জুলাই) রাত ১টার দিকে (বৃহস্পতিবার দিবাগত রাত) রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রাষ্ট্রপতির ভাগনে শোয়েব আহমেদ রুলেন সিএমএইচ থেকে সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

শোয়েব আহমেদ রুলেন জানান, আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। জানাজা ও দাফন বিষয়ক সিদ্ধান্ত সকালে নেওয়া হবে।

আবদুল হাই জাতীয় সংসদের গণসংযোগ বিভাগের সাবেক উপপরিচালক। এর আগে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ‘বীর মুক্তিযোদ্ধা আবদুল হক সরকার কলেজে’র সহকারী অধ্যাপক ছিলেন। পরিবার নিয়ে ঢাকায় থাকতেন তিনি।

পরিবার সূত্রে জানা যায়, করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে গত ২ জুলাই আবদুল হাইয়ের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার রিপোর্ট পজিটিভ এলে এবং শারীরিক অবস্থার অবনতি ঘটলে ৫ জুলাই তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে অবস্থার আরও অবনতি ঘটলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হলো তার।

আবদুল হাই করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু রাষ্ট্রপতির ছোট ভাই সিএমএইচ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর