Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রাজিলে ২০ লাখ, ভারতে ১০ লাখ পেরিয়ে করোনা সংক্রমণ


১৭ জুলাই ২০২০ ১২:৫৮ | আপডেট: ১৭ জুলাই ২০২০ ১৭:২১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বব্যাপী নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ কমার কোনো লক্ষণ নেই। দেখতে দেখতে সারাবিশ্বের প্রায় এক কোটি ৪০ লাখ মানুষ এই ভাইরাসে সংক্রমিত হয়েছেন। এর মধ্যে ব্রাজিলে করোনাভাইরাসের সংক্রমণ ছাড়িয়েছে ২০ লাখের ঘর। আর করোনার নতুন হটস্পট হয়ে ওঠা ভারতও সাত অঙ্কের গণ্ডি ছাড়িয়েছে, দেশটিতে ১০ লাখের বেশি মানুষ এখন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। অন্যদিকে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে সংক্রমণ ৩৬ লাখ পেরিয়ে ৩৭ লাখ ছুঁই ছুঁই।

বিবিসির খবরে বলা হয়, ১০ লাখ থেকে ২০ লাখ সংক্রমণে পৌঁছাতে ব্রাজিলে সময় লেগেছে মাত্র ২৭ দিন। তবে দেশটিতে সংক্রমণের মাত্রা এখনো কমছে না, বরং বাড়ছেই। গত কয়েক সপ্তাহ ধরে দেশটিতে প্রতিদিন গড়ে ৪০ হাজার করোনা সংক্রমিত ব্যক্তি শনাক্ত হচ্ছেন।

বিজ্ঞাপন

২১ কোটি জনসংখ্যার দেশটির প্রেসিডেন্ট জেয়ার বলসেনারো নিজেও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত দেশটিতে করোনা সংক্রমিত ব্যক্তির সংখ্যা ২০ লাখ ১২ হাজার ১৫১। এর মধ্যে মারা গেছেন ৭৬ হাজার ৬৮৮ জন। তবে সরকারি এই হিসাবের চেয়েও অনেক বেশি মানুষ মারা গেছেন বলে অনেকেই মনে করেন।

এদিকে, রয়টার্সের হিসাব বলছে, ১০ লাখ থেকে ২০ লাখ সংক্রমণে পৌঁছাতে ব্রাজিলের যেখানে ২৭ দিন লেগেছে, সেখানে যুক্তরাষ্ট্রের সময় লেগেছিল ৪৩ দিন। অর্থাৎ যুক্তরাষ্ট্রের চেয়েও ব্রাজিলে করোনা সংক্রমণ দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে।

এদিকে, বিশ্বের তৃতীয় দেশ হিসেবে ভারতে করোনা সংক্রমিত ব্যক্তি ১০ লাখ ছাড়িয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন ৩৪ হাজার ৯৫৬ জন শনাক্ত হয়েছেন, মারা গেছেন ৬৮৭ জন। একদিনে এত বেশি সংক্রমণ বা মৃত্যুর ঘটনা দেশটিতে এর আগে ঘটেনি।

এই রেকর্ডের পর আক্রান্তের সংখ্যা পেরিয়েছে ১০ লাখের সীমা, এখন আক্রান্ত ১০ লাখ ৩ হাজার ৮৩২ জন। এর মধ্যে মারা গেছেন ২৫ হাজারেরও বেশি মানুষ। এছাড়া অবশ্য সুস্থ হয়ে উঠেছেন প্রায় দুই তৃতীয়াংশ ব্যক্তি— সংখ্যায় তা ৬ লাখ ৩৫ হাজার।

১৩০ কোটি জনসংখ্যার দেশটিতে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়ার পর গত মার্চ মাসে লকডাউন ঘোষণা করা হয়েছিল। ওই সময় প্রায় পাঁচশ ব্যক্তি করোনা সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছিলেন। গত ৮ জুন থেকে লকডাউন শিথিল করে দেশটি স্বাভাবিক অর্থনৈতিক কর্মকাণ্ডে ফিরতে থাকে। এরপর থেকেই দ্রুতগতিতে বাড়তে থাকে সংক্রমণ।

করোনা সংক্রমণ করোনাভাইরাস ব্রাজিলে ২০ লাখ সংক্রমণ ভারতে ১০ লাখ সংক্রমণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর