Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোহাম্মদপুরের বছিলায় বন্দুকযুদ্ধে অজ্ঞাত পরিচয় ব্যক্তি নিহত


১৭ জুলাই ২০২০ ১৬:১৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে বছিলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে অজ্ঞাত পরিচয় (৩৫) এক ব্যক্তি নিহত হয়েছেন। তার পরনে ছিলো ফুল হাতা চেকশার্ট ও জিন্স প্যান্ট।

বৃহস্পতিবার দিবাগত ৩টার দিকে এ ঘটনা ঘটে। মৃতদহে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ।

মোহাম্মাদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. সাজেদুল হক সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেন, রাতে মোহাম্মাদপুর থানা পুলিশের একটি টিম আসামি ধরতে বছিলা গার্ডেন সিটির বটতলা নদীর পাশে যায়। সেখানে যাওয়ার পর পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। গোলাগুলির এক পর্যায়ে ঘটনাস্থলের অদূরে ওই ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

বিজ্ঞাপন

পরে মৃতদেহ উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করা হয় নিহতের বুকে ও পেটে তিনটি রক্তাক্ত জখম ছিদ্র ও পিঠে তিনটি ছিদ্র রয়েছে।

আসামির মৃত্যু বছিলা বন্দুকযুদ্ধ মোহাম্মদপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর