Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে করোনায় রেল কর্মকর্তার মৃত্যু


১৭ জুলাই ২০২০ ২০:৫৩ | আপডেট: ১৭ জুলাই ২০২০ ২২:০৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রেলওয়ে পূর্বাঞ্চলের এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। তিনি হলেন রেলওয়ে ট্রেনিং একাডেমির জ্যেষ্ঠ্য প্রশিক্ষক দেবতোষ বড়ুয়া (৫৭)।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৭ জুলাই) বেলা সোয়া ১১টায় তার মৃত্যু হয়েছে।

জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব সারাবাংলাকে জানান, গত ১৩ জুলাই করোনায় আক্রান্ত দেবতোষ বড়ুয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার সকালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জেলা সিভিল সার্জনের কার্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ২২০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৫৬ জন মহানগরীর বাসিন্দা এবং ৬৪ জন বিভিন্ন উপজেলার।

বিজ্ঞাপন

করোনাভাইরাস রেলওয়ে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর