মিটফোর্ড এলাকায় অননুমোদিত ওষুধের বিরুদ্ধে র্যাবের অভিযান
১৮ জুলাই ২০২০ ১৬:১৪
ঢাকা: রাজধানীর মিটফোর্ড এলাকায় অননুমোদিত ওষুধের বিরুদ্ধে অভিযান চালিয়েছে র্যাবের ভ্রাম্যমান আদালত। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু। সহযোগিতা করেন র্যাব-১০ এবং ওষুধ প্রশাসন অধিদফতর।
শনিবার (১৮ জুলাই) দুপুরে ১২টা থেকে এই অভিযান শুরু হয়।
ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু সারাবাংলাকে বলেন, অননুমোদিত ওষুধ রেখে কিছু অসাধু ব্যবসায়ী ব্যবসা করে আসছে। যেসব ওষুধের অনুমতি নেই অথচ সেসব তৈরি করে বিক্রি করে আসছে। যা মারাত্বক অপরাধ। এছাড়া যারা এসব ওষুধ খাবেন তাদের স্বাস্থ্যের মারাত্মক ঝুঁকি রয়েছে।
তিনি আরও বলেন, অভিযান শেষ করে বিস্তারিত জানানো হবে।