Wednesday 02 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আসামি ধরতে নদীতে ঝাঁপ, র‌্যাব কর্মকর্তার মৃত্যু


১৮ জুলাই ২০২০ ২১:৫২ | আপডেট: ১৮ জুলাই ২০২০ ২১:৫৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়পুরহাট: জেলার পাঁচবিবিতে মাদক মামলার এক আসামি ধরতে ঝাঁপ দিয়ে নদীতে ডুবে জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের এক সহকারী পরিদর্শকের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জুলাই) বিকেলে পাঁচবিবির ছোট যমুনা নদীতে এ ঘটনা ঘটে।

নিহত সাহেদুজ্জামান দিনাজপুরের বোঁচাগঞ্জ উপজেলার তেনা গ্রামের রিয়াজ ইসলামের ছেলে।

জয়পুরহাট র‌্যাব-৫ এর ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুর রশিদ জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ওই দিন বিকেলে পাঁচবিবির বড় মানিক এলাকায় ছোট যমুনা নদীর পাশে মাদক মামলার এক আসামিকে ধরতে যায় র‌্যাব এর সহকারী পরিদর্শক (এসআই) সাহেদুজ্জামানসহ কয়েকজন সদস্য।

বিজ্ঞাপন

এসময় র‌্যাব সদস্যদের দেখে ওই আসামিসহ মাদকসেবিরা পালানোর চেষ্টা করে, ধাওয়া করলে তারা নদীতে ঝাঁপ দেয়। সাহেদুজ্জামানও তাদের ধরতে ঝাঁপ দেন। পরে অন্য র‌্যাব সদস্যরা সাহেদুজ্জামানকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজির পর নদীতে ভাসতে দেখে। পরে তাকে উদ্ধার করে পাঁচবিবির মহীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জয়পুরহাট টপ নিউজ নদীতে ডুবে মাদক মামলা মৃত্যু র‌্যাব-৫