Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বালুমহালে অতিরিক্ত টাকা আদায়, বালুবাহি ট্রাক চলাচল বন্ধ ঘোষণা


১৮ জুলাই ২০২০ ২৩:০৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহ: নেত্রকোনা দুর্গাপুরে দীর্ঘদিন বালুমহালের ইজারাদারদের স্বেচ্ছাচারিতায় রয়্যালিটির নামে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে। সরকার নির্ধারিত হারের চেয়ে ১০/১৫ গুণ বেশি টাকা নেওয়ায় সকল বালুবাহী ট্রাক-গাড়ির চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে সংশ্লিষ্টরা।

সম্প্রতি মোটরযান নেতাদের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতি, ময়মনসিংহ জেলা মোটরযান কর্মচারী ইউনিয়ন, নেত্রকোনা জেলা ট্রাক-কার্ভাড-ভ্যান, ট্যাংক-লরি মালিক সমিতি, নেত্রকোনা জেলা মোটরযান কর্মচারী ইউনিয়নের নেতারা অংশ নেন।

জানা যায়, র্দীঘদিন ধরেই দুর্গাপুরের বালুমহালে ইজারাদাররা সরকার নির্ধারিত হারের চেয়ে ১০/১৫ গুণ বেশি হারে টাকা আদায় করে আসছে। যে কারণে বালুর দাম অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। অতিরিক্ত টাকা নেওয়ার প্রতিবাদ করলে বিভিন্নভাবে পরিবহন শ্রমিকরা লাঞ্ছিত হচ্ছে।

বিজ্ঞাপন

ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতি সাধারণ সম্পাদক সোমনাথ সাহা বলেন, ‘বিষয়টি সমাধোনে গত ৮ জুলাই ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কাছে লিখিত অভিযোগ করেও প্রত্যাশিত সমাধান না পাওয়ায় নেত্রকোনা ও ময়মনসিংহের চারটি সংগঠনের মালিক-শ্রমিকরা বালুবাহি গাড়ি চালানোয় অপারগতা প্রকাশ করে। গত ১২ জুলাই এ চারটি সংগঠনের নেতাদের মতামত ও সিদ্ধান্তে ১৫ জুলাই থেকে নেত্রকোনা দুর্গাপুরের সকল বালুবাহী ট্রাক অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।’

নেত্রকোনা জেলা মোটরযান কর্মচারী ইউনিয়ন সাধারণ সম্পাদক আদব আলী জানান, আমরা যৌথভাবে বৈঠক করি। বিষয়টি নিষ্পত্তি করতে ও সরকার নির্ধারিত হারে রয়্যালিটি নিতে দুই বার নেত্রকোনা জেলা প্রশাসকের কাছে অভিযোগ দেই। নেত্রকোনা জেলা প্রশাসক এক সপ্তাহের মধ্যে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও এখনও এর সমাধান হয়নি। যে কারণে মালিক-শ্রমিকদের অসন্তোষ ও চাপের মুখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অতিরিক্ত টাকা ইজারাদার ট্রাক বালুমহাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর