Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুইচে দরজা খুললেও লিফট আসেনি, পা বাড়াতেই পড়ে গিয়ে নারীর মৃত্যু


১৯ জুলাই ২০২০ ০১:০৯ | আপডেট: ১৯ জুলাই ২০২০ ০১:৫৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর উত্তরার একটি বাসা। ওই বাসার একজন বাসিন্দা সালমা পারভিন (৬৭)। ছাদ থেকে নিচে নামার জন্য লিফটের সুইচে চাপ দেন তিনি। একটু পর দরজাও খুলে যায়। কিন্তু প্রত্যাশিত লিফট আসে না। ওই নারী যথারীতি খোলা দরজা দিয়ে পা গলিয়ে দিতেই ঘটে অপ্রত্যাশিত দুর্ঘটনা। নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়ে এক পর্যায়ে মারা যান তিনি।

শনিবার (১৮ জুলাই) সন্ধ্যার দিকে উত্তরার ৩ নম্বর সেক্টরের একটি বাসায় এই দুর্ঘটনা ঘটে। মৃত ওই নারীর স্বামী মো. শাহজাহান সাবেক অতিরিক্ত সচিব।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা বলেন, ‘সন্ধ্যায় ওই নারী বাসার ছাদ থেকে নিচে নামার জন্য বাসার লিফটের সুইচ দেয়। লিফটের দরজা ফাঁক হয়ে গেলেও লিফট আসেনি। তিনি না দেখেই ভিতরে পা দেন। সঙ্গে সঙ্গে লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

বিজ্ঞাপন

এ বিষয়ে বিস্তারিত জানতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানান ওসি।

দুর্ঘটনা নারীর মৃত্যু লিফট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর