Friday 23 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪৫ দিনে ভার্চুয়াল আদালতে ৬০ হাজার ৪০৭ জনের জামিন


১৯ জুলাই ২০২০ ১৫:৩৩

ঢাকা: সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুসারে সারাদেশের অধস্তন ভার্চুয়াল আদালতগুলোতে ৪৫ কার্য দিবসে ৬০ হাজার ৪০৭ জনের জামিন মঞ্জুর হয়েছে। রোববার (১৯ জুলাই) সুপ্রিমকোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমানের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

গত ১১ মে থেকে সারাদেশে ভার্চুয়াল আদালতের কার্যক্রম শুরুর পর ১৬ জুলাই পর্যন্ত মোট ৪৫ কার্য দিবসে ১ লাখ ২০ হাজার ৯০৪টি আবেদন নিষ্পত্তি করা হয়েছে। এরমধ্যে ৬০ হাজার ৪০৭ জনকে জামিন প্রদান করা হয়েছে। এর মধ্যে ৬৯৮ শিশুরও জামিন হয়েছে।

বিজ্ঞাপন

গত ১২ থেকে ১৬ জুলাই পর্যন্ত সারাদেশের অধস্তন আদালতে ৫ হাজার ৩১৯ মামলায় আত্মসমর্পন আবেদন নিষ্পত্তি হয়েছে। এখানে ১৭ হাজার ৫৯০ জনের জামিন মঞ্জুর করা হয়েছে। আর ১ হাজার ১৭৪ জনকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সাইফুর রহমান।

গত ১০ মে নিম্ন আদালতের ভার্চুয়াল কোর্টে শুধু জামিন শুনানি করতে নির্দেশ দেন সুপ্রিম কোর্ট প্রশাসন।

এরপর থেকে পর্যায়ক্রমে হাইকোর্ট বিভাগ, আপিল বিভাগের চেম্বার আদালত এবং আপিল বিভাগে ভার্চুয়ালি মামলা শুনানি শুরু হয়।

জামিন টপ নিউজ ভার্চুয়াল আদালত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর