Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৪ যুক্তিতে রায় পুনঃবিবেচনা চেয়ে এ টি এম আজহারের আবেদন


১৯ জুলাই ২০২০ ১৫:৫০

ঢাকা: মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় ১৪ যুক্তিতে পুনঃবিবেচনার আবেদন করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম।

রোববার (১৯ জুলাই) আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদন দাখিল করা হয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

২৩ পৃষ্ঠার আবেদনে ১৪ যুক্তি দিয়ে ফাঁসির রায় পুনঃবিবেচনা চাওয়া হয়েছে।

মামলার নথিপত্রে উল্লিখিত সাক্ষ্যপ্রমাণ অনুযায়ী এ টি এম আজহারুল ইসলাম ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন এমন দাবি করে তারা যুক্তি দিয়ে রায় পুনঃবিবেচনা চেয়ে আবেদন করেছেন।

গতবছরের ৩১ অক্টোবর আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ সংখ্যা গরিষ্ঠ মতের ভিত্তিতে তিনটি অভিযোগে মৃত্যুদণ্ডের সাজা বহাল রেখে রায় দেন আপিল বিভাগ। এরপর চলতি বছরের ১৫ মার্চ পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর ৩০ মার্চ রিভিউ আবেদন করার শেষ দিন ছিল। কিন্তু গত ২৬ মার্চ থেকে করোনাভাইরাসের কারণে সারাদেশের আদালতগুলো সাধারণ ছুটি ঘোষণা করা হয়। যার ফলে কোর্ট খোলার পর আজ তারা আবেদন করেন।

এ আবেদন খারিজ হয়ে গেলে মৃত্যুদণ্ড কার্যকরে আর কোনো আইনি বাধা থাকবে না।

মানবতাবিরোধী অপরাধে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর এক রায়ে তাকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ রায়ের বিরুদ্ধে ২০১৫ সালের ২৮ জানুয়ারি আপিল করেন আজহার। এরপর আপিল বিভাগেও মৃত্যুদণ্ড বহাল রেখে রায় দেন। রায়ের কপি প্রথমে যায় ট্রাইব্যুনালে। এরপর ১৬ মার্চ ট্রাইব্যুনাল এ টি এম আজহারের বিরুদ্ধে মৃত্যুপরোয়ানা জারি করে। লাল কাপড়ে মুড়িয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। সেখান থেকে পরোয়ানা পাঠানো হয় কাশিপুর কারাগারে। সেখানেই বন্দী এ টি এম আজহারুল ইসলাম। সেখানে তা পৌঁছার পর তাকে মৃত্যুপরোয়ানা পড়ে শোনানো হয়।

বিজ্ঞাপন

এ মামলায় ট্রাইব্যুনালের আদেশে ২০১২ সালের ২২ আগস্ট এ টি এম আজহারকে গ্রেফতার করা হয়। এরপর থেকেই তিনি কারাবন্দি রয়েছেন।

১৪ যুক্তি আবেদন এ টি এম আজহারুল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর