নেত্রকোণায় বন্যা পরিস্থিতির উন্নতি, তবে খাদ্য সংকট তীব্র
১৯ জুলাই ২০২০ ১৬:৩৭
নেত্রকোণা: নেত্রকোণায় বন্যার পানি কমতে শুরু করেছে। সীমান্তবর্তী উপজেলা কলমাকান্দার উব্ধাখালী নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কমতে শুরু করেছে পূর্বধলার কংস নদ ও দুর্গাপুরের সুমেশ্বরী নদীর পানি। বন্যায় প্লাবিত ঘরবাড়ি, মৎস্য খামারগুলো ভাসতে শুরু করেছে। তবে সংকট দেখা দিয়েছে পানীয় জলসহ গো-খাদ্যের।
স্থানীয়রা জানায়, বন্যার কারণে অনেকের ফসল নষ্ট হয়ে গেছে। ফলে খাবার সংকট দেখা দিয়েছে। বিশুদ্ধ পানির অভাবে বিভিন্ন রোগের সম্ভাবনাও বেড়ে গেছে। বন্যার কারণে উপার্জন কমে যাওয়ায় অনেকে খাবার কিনতে পারছেন না। এরকম অবস্থায় প্রশাসনের সহযোগিতা প্রত্যাশা করছেন তারা।
স্থানীয়রা আরও জানান, উপজেলার বেশকিছু রাস্তাঘাট চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এগুলো দ্রুত সংস্কার না করলে চরম দুর্ভোগে পড়বে মানুষ।
কলমাকান্দা ও পূর্বধলা উপজেলা প্রশাসন দরিদ্রের মাঝে নগদ অর্থ ও শুকনো খাবার বিতরণ করেছে। তবে তা প্রয়োজনের তুলনায় কম।