৩৫ লাখ জাল টাকাসহ গ্রেফতার তিন জন রিমান্ডে
১৯ জুলাই ২০২০ ১৭:৩৩
ঢাকা: রাজধানীর বংশাল ও দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় বাংলাদেশি জাল নোট ও নোট তৈরির সরঞ্জামসহ গ্রেফতার তিন জনের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (১৯ জুলাই) মামলার তদন্ত কর্মকর্তা তিন আসামিকে আদালতে হাজির পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। আবেদনের পর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিল্লাত হোসেন এ আদেশ দেন।
আসামিরা হলেন- মো. সাইফুল ইসলাম ওরফে লামু (৩২), মো. রুবেল (২৮) এবং মো. আলম হোসেন (২৮)। এসময় তাদের কাছ থেকে বাংলাদেশি ১০০০ ও ৫০০ টাকা নোটের ৩৫ লাখ জাল টাকাসহ জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম ও উপকরণ জব্দ করা হয়।
এর আগে, গত ১৮ জুলাই রাজধানীর বংশাল ও দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগ।