খিলগাঁওয়ে বাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
১৯ জুলাই ২০২০ ১৯:২৮
ঢাকা: রাজধানীর খিলগাঁওয়ের মেরাদিয়ায় বাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. হুসাইন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৯ জুলাই) বেলা তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে বিকেল সাড়ে পাঁচটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত হুসাইন কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার আব্দুর রউফের ছেলে। পরিবারের সঙ্গে সে মেরাদিয়া ডিস গলির জিন্নাত কসাইয়ের একতলা বাড়িতে ভাড়া থাকতো। তিন ভাইয়ের মধ্যে সবার ছোট ছিল হুসাইন।
হুসাইনের বাবা আব্দুর রউফ জানান, স্থানীয় একটি স্কুলের ১ম শ্রেণিতে পড়ে সে। দুপুরে একতলা বাসার ছাদে খেলছিল। বেলা তিনটার দিকে বাসার পিছনে দুই বাসার মাঝে উপুর হয়ে পড়ে থাকতে দেখা যায় তাকে। তার হাত পা একেবারে শক্ত হয়ে ছিল। পরে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। আমাদের ধারণা, বাসার পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে সে নিচে পড়ে যায়।
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদশর্ক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ মর্গে রাখা হয়েছে।