Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় মৃত্যুর সংখ্যা ৬ লাখ ছাড়াল, শেষ এক লাখ ২০ দিনে


১৯ জুলাই ২০২০ ২০:০১

মহামারি নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণে বিশ্বে প্রাণহানির সংখ্যা ছয় লাখ ছাড়িয়েছে। আর বিশ্বজুড়ে আক্রান্ত রোগী শনাক্তের সংখ্যা এখন প্রায় দেড় কোটি। এর আগে, গত ২৯ জুন করোনায় মোট মৃত্যু ৫ লাখ ছাড়িয়েছিল। সেই হিসাবে করোনা শেষ এক লাখ প্রাণ নিয়েছে গত ২০ দিনে। আর ১১ জানুয়ারি চীনে প্রথম করোনায় মৃত্যুর ঘটনা বিবেচনায় নিলে ৬ মাস ৮ দিনে ছয় লাখ মৃত্যু দেখল বিশ্ব।

রোববার (১৯ জুলাই) দুপুর পর্যন্ত ওয়ার্ল্ডমিটারের তথ্য বলছে, বিশ্বে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ছয় লাখ ৫ হাজার পাঁচশ ৮৭ জনে। করোনায় মোট আক্রান্ত হয়েছেন এক কোটি ৪৪ লাখ ৫০ হাজার ৪৭৩ জন। এর মধ্যে অর্ধেকেরও বেশি  সুস্থ হয়ে উঠেছেন। সুস্থ ব্যক্তির সংখ্যা ৮৬ লাখ ৪৩ হাজার ৮০৮, যা মোট আক্রান্তের ৫৯ দশমিক ৮১ শতাংশ।

বিজ্ঞাপন

পরিসংখ্যান বলছে, করোনায় প্রথম মৃত্যুর তিন মাসের মাথায় গত ৯ এপ্রিল বিশ্বে করোনায় মৃত্যুর সংখ্যা এক লাখ ছাড়ায়। মৃত্যু ২ লাখ ছাড়ায় ২৪ এপ্রিল। অর্থাৎ দ্বিতীয় এক লাখ মানুষ মারা যান মাত্র ১৫ দিনে। করোনা সংক্রমিত হয়ে মোট মৃত্যু ৩ লাখ ছাড়ায় গত ১৪ মে। তৃতীয় এক লাখ মৃত্যুতে সময় লাগে ২০ দিন। এর ২২ দিন পর ৫ জুন মৃত্যু ছাড়ায় ৪ লাখ। এর পরের একলাখ মৃত্যুতে সময় লাগে ২৪ দিন, ২৯ জুন মৃত্যু ৫ লাখ ছাড়ায়। এর ২০ দিন পর আজ মৃত্যুর সংখ্যা ৬ লাখ ছাড়াল।

এই হিসাব বলছে, করোনার আক্রমণে প্রথম এক লাখ মৃত্যুর ঘটনায় প্রায় তিন মাস সময় লাগলেও পরের তিন মাসে এইভাইরাস পাঁচ লাখ মানুষের মৃত্যুর কারণ হয়েছে।

চীন থেকে শুরু হওয়া করোনায় প্রাণহানির দিক থেকে সবার ওপরে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত ১ লাখ ৪২ হাজার ৮৮১ জন মারা গেছেন করোনায় আক্রান্ত হয়ে। ৭৮ হাজারের বেশি প্রাণহানি নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। তৃতীয় অবস্থানে আছে যুক্তরাজ্য। দেশটিতে ৪৫ হাজারের বেশি মানুষ মারা গেছেন করোনায়। এরপরেই আছে মেক্সিকো। দেশটিতে মারা গেছেন ৩৮ হাজারের বেশি মানুষ। করোনায় মৃত্যুতে শীর্ষ বাকি দেশগুলো হলো— ইতালি (৩৫,০৪২), ফ্রান্স (৩০,১৫২), স্পেন (২৮,৪২০), ভারত (২৬,৮৩৪) ও ইরান (১৪,১১৮)।

বিজ্ঞাপন

করোনা রোগী শনাক্তের দিক থেকেও শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত ৩৮ লাখের বেশি মানুষ করোনায় সংক্রমিত হয়েছেন। ২০ লাখের বেশি সংক্রমণ নিয়ে এরপরেই অবস্থান ব্রাজিলের। সংক্রমণের দিক থেকে তৃতীয় অবস্থানে আছে ভারত। দেশটিতে এ পর্যন্ত ১০ লাখের বেশি মানুষ সংক্রমিত হয়েছে। ৭ লাখের বেশি সংক্রমণ নিয়ে চতুর্থ অবস্থানে আছে রাশিয়া।

এছাড়া দক্ষিণ আফ্রিকা, পেরু, মেক্সিকো, চিলি ও স্পেনে তিন লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। আর যুক্তরাজ্য, ইরান, পাকিস্তান, সৌদি আরব, ইতালি, তুরস্ক, বাংলাদেশ ও জার্মানিতে এই সংখ্যা দুই লাখের বেশি।

করোনাভাইরাসের সংক্রমণের শুরুটা চীনে। ২০১৯ সালের ডিসেম্বরে দেশটিতে ‘অজানা’ এক ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়তে শুরু করে। লক্ষণগুলো ছিল নিউমোনিয়ার মতো। এ বছরের শুরুতে এই ভাইরাসকে নভেল করোনাভাইরাস নাম দেওয়া হয়। পরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভাইরাসের ফলে সৃষ্ট রোগের নাম দেয় কোভিড-১৯।

গত ১১ জানুয়ারি করোনায় প্রথম মৃত্যু দেখে বিশ্ব। চীনের উহানে মারা যাওয়া ওই ব্যক্তির বয়স ছিল ৬১ বছর। গত ২ ফেব্রুয়ারি ফিলিপাইনে ৪৪ বছর বয়সী এক চীনা নাগরিক করোনা সংক্রমিত হয়ে মারা যান। চীনের বাইরে করোনায় এটাই ছিল প্রথম মৃত্যু।

করোনায় ৬ লাখ মৃত্যু করোনায় মৃত্যুর সংখ্যা টপ নিউজ বিশ্বজুড়ে করোনার প্রকোপ বিশ্বে মৃত্যুর সংখ্যা ৬ লাখ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর