Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিল্প খাতে খেলাপি ঋণ ৪৬ হাজার কোটি টাকা


১৯ জুলাই ২০২০ ১৯:৫৯

ঢাকা: চলতি বছরের প্রথম তিন মাস (জানুয়ারি-মার্চ) শেষে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে প্রায় ৭০৪ কোটি টাকা। ফলে মার্চ মাস শেষে শিল্প খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৪৫ হাজার ৮৩১ কোটি টাকা। এটি ব্যাংকিং খাতের মোট খেলাপি ঋণের প্রায় অর্ধেক। ২০১৯ সালের শেষ তিন মাসের তুলনায় ২০২০ সালের প্রথম তিন মাসে শিল্প খাতে ঋণ বিতরণ ও আদায় উভয়ই কমেছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, গত মার্চ শেষে ব্যাংকিং খাতে খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৯২ হাজার ৫১০ কোটি টাকা। এটি মোট বিতরণ করা ঋণের ৯ দশমিক শূন্য তিন শতাংশ। ২০১৯ সালের ডিসেম্বর শেষে খেলাপি ঋণ ছিল ৯৪ হাজার ৩৩১ কোটি টাকা বা ৯ দশমিক ৩২ শতাংশ। সর্বশেষ তিন মাসের ব্যবধানে খেলাপি ঋণ কমেছে প্রায় এক হাজার ৮০০ কোটি টাকা। তবে শিল্প খাতে এই তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৭০৩ কোটি ৮৩ লাখ টাকা।

বিজ্ঞাপন

বাংলণাদেশ ব্যাংক সূত্র জানায়, ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত শিল্প খাতে খেলাপি ঋণ ছিল ৪৫ হাজার ১২৭ কোটি ২৯ লাখ টাকা। চলতি বছরের মার্চে তা বেড়ে দাড়িয়েছে ৪৫ হাজার ৮৩১ কোটি ১২ লাখ টাকা। শিল্প খাতে মোট খেলাপির মধ্যে মেয়াদি শিল্প ঋণ খাতে খেলাপি ৩১ হাজার ৮৪৪ কোটি টাকা এবং চলতি মূলধন ঋণ খাতে খেলাপি হয়েছে ১৩ হাজার ৯৮৬ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবদনে অনুযায়ী, চলতি বছরের প্রথম তিন মাসে শিল্প খাতে ঋণ বিতরণ হয় প্রায় ৯ হাজার ৬৬২ কোটি টাকা। ২০১৯ সালের শেষ তিন মাসে বিতরণ হয়েছিল এক লাখ ১১ হাজার ৬৬২ কোটি টাকা। ফলে আগের তিন মাসের চেয়ে গত তিন মাসে ঋণ বিতরণ কমেছে প্রায় ১৭ দশমিক ৮৮ শতাংশ। তবে গত বছরের প্রথম তিন মাসের তুলনায় চলতি বছরের প্রথম তিন মাসে ঋণ বিতরণ বেড়েছে ১ দশমিক ৯৩ শতাংশ।

বিজ্ঞাপন

অন্যদিকে চলতি বছরের প্রথম তিন মাসে শিল্প ঋণ আদায় হয় ৭৮ হাজার ১৮৯ কোটি টাকা। গত বছরের শেষ তিন মাসে আদায় হয়েছিল ৮৯ হাজার ৪২৬ কোটি টাকা। ফলে আগের তিন মাসের চেয়ে গত তিন মাসে ঋণ আদায় কমেছে প্রায় ১২ দশমিক ৫৭ শতাংশ। ২০১৯ সালের প্রথম তিন মাসের তুলনায় চলতি বছরের প্রথম তিন মাসে ঋণ আদায় বেড়েছে ৪ দশমিক ৮০ শতাংশ। প্রতিবেদনে আরও দেখা যায়, চলতি বছরের মার্চ শেষে শিল্প খাতে বকেয়া ঋণের স্থিতি দাঁড়িয়েছে পাঁচ লাখ ৫২ হাজার ৬৫ কোটি টাকা।

ঋণখেলাপি খেলাপি ঋণ টপ নিউজ শিল্প খাতে ঋণ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর