Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শরীয়তপুরে পদ্মার পানি বিপদসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত


১৯ জুলাই ২০২০ ২১:২৬

শরীয়তপুর: শরীয়তপুরে পদ্মার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রবিবার (১৯ জুলাই) সকাল ৬টায় সুরেশ্বর পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জেলার পানি উন্নয়ন বোর্ড জানায়।

শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, উজান থেকে নেমে আসা ঢলে পদ্মার পানি বৃদ্ধি পেয়ে জেলার নড়িয়া, জাজিরা ও ভেদরগঞ্জ উপজেলার নিম্নাঞ্চলের প্রায় ২০টি গ্রামে বন্যার পানি ঢুকে পড়েছে। নড়িয়া-জাজিরা সড়ক নিচু হওয়ায় প্রতিবছরই তলিয়ে যায়। এর ফলে ভোগান্তির শিকার হয় হাজার হাজার মানুষ।

বিজ্ঞাপন

স্থানীয়দের দাবি, রাস্তাটি উঁচু করে নির্মাণের। জেলার আর কিছু সড়ক সংস্কারের দাবি করেন তারা।

মোক্তারের চর ও নড়িয়া-সুরেশ্বর সড়কের সোনারবাজার এলাকাও পানিতে তলিয়ে গেছে। কিছু সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

শরীয়তপুরে নিম্নাঞ্চল প্লাবিত শরীয়তপুরে বন্যা

বিজ্ঞাপন
সর্বশেষ

কানপুরে প্রথম দিনে বৃষ্টির দাপট
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩৫

সম্পর্কিত খবর