শাহজালালের প্রধান নিরাপত্তা কর্মকর্তাকে হত্যার হুমকি
৮ মার্চ ২০১৮ ০৮:১৬ | আপডেট: ৫ নভেম্বর ২০১৮ ১৯:৪৮
স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকা : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা রাশিদা সুলতানাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। শুধু তাই নয় প্রাণনাশের চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।
এ বিষয়ে বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বুধবার রাতে (৭ মার্চ) রাশিদা সুলতানা জিডিটি করেন।
জিডিতে উল্লেখ করা হয়, কে বা কারা কয়েকদিন ধরে রাশিদা সুলতানাকে ফোনে প্রাণনাশের হুমকি দিচ্ছে। এছাড়াও বুধবার রাশিদা নিজের চলন্ত প্রাইভেটকারে থাকা অবস্থায় গাড়ির একটি চাকা খুলে যায়।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া সারাবাংলাকে জানান, অভিযোগের প্রেক্ষিতে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
সারাবাংলা/এসআর/টিএম