Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সীগঞ্জের মেঘনায় বালুবোঝাই  ট্রলারডুবি, শ্রমিক নিখোঁজ


২০ জুলাই ২০২০ ১৬:২০

মুন্সীগঞ্জ: মেঘনা নদীর মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলাধীন ইসমানীচর এলাকায় ৬ আরোহী নিয়ে একটি বালুবোঝাই ট্রলার ডুবে গেছে। এই ঘটনায় ৫ জনকে জীবিত উদ্ধার করা গেলেও জান শরীফ (৫০) নামে এক শ্রমিক নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ শ্রমিক নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া এলাকার মৃত নান্নু মিয়ার ছেলে।

গজারিয়া নৌ-পুলিশ ফাড়ির ইনচার্র্জ মো: আব্দুল হান্নান মিয়া জানান, সোমবার (২০ জুলাই) ভোরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলাধীন চর কিশোরগঞ্জ এলাকা থেকে বালিবোঝাই ট্রলার মুন্সীগঞ্জ গজারিয়া উপজেলার ষোলআনী গ্রামে যাচ্ছিল। পথিমধ্যে সকাল সাড়ে ৮টার দিকে ট্রলারটি মেঘনা নদীর ইসমানীচর এলাকায় আসলে ঢেউয়ের তোড়ে ডুবে যায়।


এ সময় ট্রলারে থাকা শ্রমিকসহ ৬ আরোহীর মধ্যে ৫ জনকে উদ্ধার করা গেলেও নিখোঁজ হয় একজন। উদ্ধারকৃতরা হলেন- দুখু মিয়া (৪৫), আক্তার হোসেন (২৮), জনি (২৬), হুমায়ুন (৩১) ও অজ্ঞাত এক শ্রমিক।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নিখোঁজের সন্ধানে উদ্ধার অভিযান শুরু করেছে গজারিয়া কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ ট্রলার ও শ্রমিকের কোনো সন্ধান পাওয়া যায়নি।

গজারিয়া ট্রলার মেঘনা নদী

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর