Friday 18 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘৪ হাজার ডলারের কম মাথাপিছু আয়ের দেশ বিনামূল্যে ভ্যাকসিন পাবে’


২০ জুলাই ২০২০ ২১:৫৯ | আপডেট: ২১ জুলাই ২০২০ ০১:১৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বিশ্বের যেসব দেশের মাথাপিছু আয় ৪ হাজার ডলারের নিচে, সেসব দেশ বিনামূল্যে করোনা ভ্যাকসিন পাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান। তিনি বলেন, যেহেতু বাংলাদেশের মাথাপিছু আয় ২ হাজার মার্কিন ডলারের কাছাকাছি, সুতরাং বাংলাদেশে এই ভ্যাকসিন বিনামূল্যেই পেয়ে যাবে।

সোমবার (২০ জুলাই) সকালে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইনভিত্তিক মিটিং প্ল্যাটফর্ম জুম’র মাধ্যমে ‘জাতীয় কারিগরি পরামর্শক কমিটি’র এক বিশেষ সভায় সভাপতির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

আব্দুল মান্নান বলেন, ‘যুক্তরাজ্য, চীনসহ অনেক দেশই ভ্যাকসিন আবিষ্কারের দ্বারপ্রান্তে রয়েছে। ভ্যাকসিন এলে দেশের অন্তত ৮০ শতাংশ মানুষকে ক্রমান্বয়ে বিতরণের পরিকল্পনা সরকারের রয়েছে। সেইসঙ্গে ভ্যাকসিন আনার প্রক্রিয়া ও বিতরণের জন্যও সরকার যথাযথ পদক্ষেপ নেবে।’

বিজ্ঞাপন

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব জানান, নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্তে নমুনা পরীক্ষায় কোনো সংকট নেই। আর এ জন্য সরকারের হাতে প্রায় তিন লাখ কিট মজুদ আছে। প্রতিদিন ১০ হাজার নমুনা পরীক্ষা করা হলে এ কিটে আরও এক মাস যাবে।

তিনি বলেন, ‘এরপর আরও কিট আমদানির কার্যক্রমও অব্যাহত রয়েছে। এর মধ্যে নিশ্চয়ই আরও কিছু কিট আমরা আমদানি করতে সক্ষম হব। সুতরাং দেশে করোনা পরীক্ষায় কোনো সংকট নেই। করোনা পরীক্ষা বাড়াতে আরও উদ্যোগ নেওয়া হবে।’

অনলাইন সভায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন- স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সেলান, জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সদস্য সচিব অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহীউদ্দিন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য ও নাক-কান-গলা রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. প্রাণ গোাপাল দত্ত, বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ শহীদুল্লাহ এবং স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) শেখ মুজিবর রহমানসহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা।

৪ হাজার ডলারের কম করোনা দেশ বিমামূল্যে ভ্যাকসিন মাথাপিছু আয় সচিব স্বাস্থ্যসেবা বিভাগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর