Thursday 03 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, হতাহতের শঙ্কা


২১ জুলাই ২০২০ ১৩:৪৩

সুনামগঞ্জ: সিলেট থেকে সুনামগঞ্জে যাওয়ার পথে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১১টার দিকে সুনামগঞ্জ সদর উপজেলার জানিগাঁও এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান বলেন, ‘অতিরিক্ত যাত্রী নেওয়ার কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। বাসের যাত্রীদের উদ্ধারে অভিযান চলছে।’

এখন পর্যন্ত চার জনকে জীবিত অবস্থায় উদ্ধার হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দিতে হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

বাসের ভেতরে আটকে পড়াদের উদ্ধারে কাজ করছে পুলিশ ও ফায়ার সার্ভিস।

খাদে টপ নিউজ বাস নিয়ন্ত্রণ সুনামগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর