Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সপরিবারে করোনায় আক্রান্ত রাবি মেডিকেলের প্রধান চিকিৎসক


২১ জুলাই ২০২০ ১৬:৩২

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মেডিকেল কেন্দ্রের প্রধান চিকিৎসক ডা. তবিবুর রহমান সপরিবারে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন।

করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করে ডা. তবিবুর বলেন, ‘করোনা উপসর্গ দেখা দিলে  গতকাল (সোমবার) রাজশাহী মেডিকেল কলেজে পরীক্ষা করাই। আমার স্ত্রী ও দুই মেয়েরও করোনাভাইরাস (কোভিড-১৯) পজেটিভ আসে।’

চিকিৎসকের পরামর্শে রাজশাহীর চন্দ্রিমায় তার বাসায় আইসোলেশনে আছেন। তবে এখন শরীরে করোনার কোন উপসর্গ নেই বলেও জানান এই চিকিৎসক।

রাবি ছাত্র উপদেষ্টা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) ও প্রক্টর অধ্যাপক ড. লুুুুৎফর রহমান বলেন, ‘সপরিবারে করোনায় আক্রান্ত হওয়া আমাদের প্রধান চিকিৎসক বাসায় আইসোলেশনে রয়েছেন। তার বর্তমান অবস্থা ভালো। সিভিল সার্জনকে জানিয়েছি। তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।’

রাজশাহী বিশ্ববিদ্যালয় রাবি

বিজ্ঞাপন

বিদেশ বিভুঁই। ছবিনামা-১
২৪ নভেম্বর ২০২৪ ২৩:০০

আরো

সম্পর্কিত খবর