Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুরে স্পিনিং কারখানার আগুন নিয়ন্ত্রণে


৮ মার্চ ২০১৮ ১০:৪৯

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

গাজীপুর : গাজীপুরে বুধবার গভীর রাতে একটি স্পিনিং কারখানায় তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই আগুন বৃহস্পতিবার সকাল ১০টায় নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ফায়ার সাভির্সের উপ সহকারী পরিচালক আক্তারুজ্জামান লিটন। তিনি জানান, গাজীপুরের বাঘের বাজার এলাকায় বুধবার মোশারফ কম্পোজিট কারখানার তুলার গোডাউনে বুধবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে টংগী, জয়দেবপুর, শ্রীপুর ও ভালুকা ফায়ার স্টেশন থেকে ৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় সাড়ে ছয় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

অগ্নিকাণ্ডের ফলে গোডাউনের ভিতরে কয়েকশত তুলার বেল্ট, মেশিনারিজসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। আগুনে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

সারাবাংলা/টিএম

 

বিজ্ঞাপন
সর্বশেষ

শরৎ বাংলাদেশের কোমল স্নিগ্ধ এক ঋতু
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫৪

সম্পর্কিত খবর