এবার অনুদান পাচ্ছেন কারিগরি-মাদরাসার নন-এমপিও শিক্ষক-কর্মচারীরা
২১ জুলাই ২০২০ ২১:৪০
ঢাকা: করোনাভাইরাস মহামারিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় নন-এমপিও প্রতিষ্ঠানগুলোর শিক্ষক-কর্মচারীদের আর্থিক সংকট বিবেচনায় নিয়ে তাদের অনুদান দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর অংশ হিসেবে এবার কারিগরি, মাদরাসা ও স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের এককালীন আর্থিক সহায়তা দেওয়া হবে।
মঙ্গলবার (২১ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। বলা হয়, সারাদেশের নন-এমপিও কারিগরি, মাদরাসা ও স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠানের ৫১ হাজার ২৬৬ জন শিক্ষককে জনপ্রতি ৫ হাজার টাকা এবং ১০ হাজার ২০৪ জন কর্মচারীকে জনপ্রতি ২৫০০ টাকা করে অনুদান দেওয়া হবে। এতে করে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মোট খরচ হবে ২৮ কোটি ১৮ লাখ ৪০ হাজার টাকা।
করোনাকালীন সংকটের জন্য এর আগে প্রধানমন্ত্রী ১৩ হাজার ৯২৯টি কওমি মাদরাসার এতিম ও দুঃস্থদের জন্য ১৬ কোটি ৯৪ লাখ ৭০ হাজার টাকা অনুদান দিয়েছেন। এছাড়া মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন নন-এমপিও ৮০ হাজার ৭৪৭ জন শিক্ষক এবং ২৫ হাজার ৩৮ জন কর্মচারীর অনুকূলে ৪৬ কোটি ৬৩ লাখ ৩০ হাজার টাকার আর্থিক অনুদান দিয়েছেন।
কারিগরি-মাদরাসা নন-এমপিও প্রতিষ্ঠান প্রধানমন্ত্রীর অনুদান শিক্ষক-কর্মচারী