Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহজাহানপুর অফিসার্স কলোনির বাসায় গৃহকর্মীর লাশ


২২ জুলাই ২০২০ ০৪:০২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফাইল ছবি

ঢাকা: রাজধানীর শাহজাহানপুর অফিসার্স কলোনির একটি বাসা থেকে সেলিনা আক্তার (৩২) নামে এক গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে শাহজাহানপুর থানা পুলিশ কলোনির ওই বাসা থেকে লাশটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে পাঠানো হয়।

নিহত সেলিনার বাড়ি বগুড়ার সারিয়াকান্দি উপজেলায়। বাবার নাম আবুল খায়ের। স্বামীর সঙ্গে কয়েক বছর আগেই ডিভোর্স হয়ে গেছে তার।

শাহজাহানপুর থানার উপপরিদশর্ক (এসআই) মো. শাহীন আলম জানান, সকালে খবর পেয়ে কলোনির চার তলা বাসার নিচ তলার একটি রুম থেকে সেলিনার মরদেহ উদ্ধার করা হয়। এ এম সালাউদ্দিনের ওই বাসায় এক বছর ধরে কাজ করতেন তিনি।

বিজ্ঞাপন

এসআই শাহীন আরও জানান, রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন সেলিনা। সকালে ঘুম থেকে না উঠলে বাসার লোকজনের সন্দেহ হয়। পরে তার ঘরে গিয়ে তাকে বিছানায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে পুলিশে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

‘মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা যাবে,’— বলেন এসআই শাহীন আলম।

গৃহকর্মীর লাশ লাশ উদ্ধার শাহজাহানপুর অফিসার্স কলোনি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর