রাজধানীতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ীর মৃত্যু
২২ জুলাই ২০২০ ১২:০৮
ঢাকা: রাজধানীর দক্ষিণখানে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রিপন হাওলাদার (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে দক্ষিণখানের আশিয়ান সিটি এলাকায় এ ঘটনা ঘটে।
র্যাব-১’র সিনিয়র এএসপি মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ‘রাতে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি যে, একদল সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী আসিয়ান সিটি এলাকায় অবস্থান করছে। সংবাদের ভিত্তিতে র্যাবের টহল দল সেখানে গেলে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি করে। পরে র্যবও পাল্টা গুলি চালালে তারা পালিয়ে যায়। এরপর এগিয়ে যেতেই সেখানে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পরে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। এই ঘটনায় এএসআই কামাল নামে এক র্যাব সদস্য আহত হয়েছেন।’
তিনি জানান, স্থানীয়রা তাকে শনাক্ত করেছে। তার নাম রিপন হাওলাদার (৩৫)। এলাকায় কুখ্যাত মাদক ও অস্ত্র ব্যবসায়ী নামে পরিচিত। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটার গান, গুলি ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে।