কোভিড-১৯: বিশ্বব্যাপী দেড় কোটির বেশি আক্রান্ত
২২ জুলাই ২০২০ ১৪:৩৬
বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এ আক্রান্তের মোট সংখ্যা বুধবার (২২ জুলাই) দেড় কোটি ছাড়িয়ে গেছে। খবর রয়টার্স।
এদিকে, ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুসারে বিশ্বে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ৫১ লাখ ১১৫ জনে। একই সময়ে মৃত্যু হয়েছে ছয় লাখ ১৯ হাজার ৬৪৭ জনের।
আক্রান্তের সংখ্যার দিক থেকে বিশ্বে শীর্ষ স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র, দেশটিতে মোট ৪০ লাখের বেশি মানুষ করোনা আক্রান্ত। প্রায় ২২ লাখ করোনা আক্রান্ত নিয়ে দ্বিতীয়স্থানে রয়েছে ব্রাজিল। তৃতীয়স্থানে থাকা ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ১২ লাখ।
অন্যদিকে, নভেল করোনাভাইরাসের কারণে বিশ্বে যত মানুষ আক্রান্ত ও মারা যাচ্ছেন, তার অর্ধেকের বেশিই আমেরিকান অঞ্চলের। বিশ্বে করোনা সংক্রমণের গতি কমে যাওয়ার কোনো লক্ষণও দেখতে পাচ্ছেন না বিশেষজ্ঞরা।
জানুয়ারিতে চীনের উহানে প্রথম করোনা শনাক্ত হওয়ার পর মাত্র ১৫ সপ্তাহের মাথায় ২০ লাখে পৌঁছায়। পরে, ১৩ জুলাই থেকে মাত্র আট দিনে এক কোটি ৩০ লাখ থেকে তা দেড় কোটিতে পরিণত হয়েছে।
পাশাপাশি বিশেষজ্ঞরা বলছেন, সরকারি প্রতিবেদনগুলোতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সঠিকভাবে উঠে আসেনি। বিশেষ করে পরীক্ষা সক্ষমতা সীমিত, এমন দেশগুলোতে এই ঘটনা বেশি ঘটেছে।
কোভিড-১৯ দেড় কোটি আক্রান্ত নভেল করোনাভাইরাস ব্রাজিল ভারত যুক্তরাষ্ট্র