Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গায় বজ্রপাতে কলেজ শিক্ষার্থীর মৃত্যু


২২ জুলাই ২০২০ ১৭:৩৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার আরামডাঙ্গা গ্রামে বজ্রপাতে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) এ ঘটনা ঘটে। মৃত জাশিদুল ইসলাম (২৫) আরামডাঙ্গা গ্রামের আব্দুল ওহাব শেখের ছেলে ও দামুড়হুদা ওদুদ শাহ ডিগ্রী কলেজের ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

কার্পাসডাঙ্গা ইউপি সচিব মহিউদ্দিন জানান, মঙ্গলবার সন্ধ্যায় কার্পাসডাঙ্গা ইউনিয়নের আরামডাঙ্গা গ্রামে বজ্রপাতে মৃত্যুর ঘটনাটি ঘটে। জাশিদুল বিকালের দিকে বৃষ্টির সময় তাদের বাড়ির কাছে শিতালচারা বিলে মাছ ধরতে যায়। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার দেহের কিছু অংশ পুড়ে যায়। রাতে বাড়িতে না ফিরলে তার পরিবারের সদস্যসহ স্থানীয়রা তাকে খুঁজতে যায়। বুধবার ভোরের দিকে স্থানীয়রা মাঠে মাছ ধরতে গিয়ে পানিতে তার দেহের কিছু অংশ দেখতে পেয়ে পানি থেকে মৃতদেহ তুলে নিয়ে আসে।

বিজ্ঞাপন

কার্পাসডাঙ্গা ফাঁড়ির এসআই মেজবাহুর রহমান জানান, বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে লাশের সুরুত হাল শেষে বেলা সাড়ে ১১টার দিকে আরামডাঙ্গা কবরস্থানে জানাজা শেষে দাফন কাজ শেষ করা হয়।

কলেজ ছাত্রের মৃত্যু চুয়াডাঙ্গা

বিজ্ঞাপন

বরিশালে এনসিপির পদযাত্রা
১৬ জুলাই ২০২৫ ০১:৪৩

আরো

সম্পর্কিত খবর