Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি নেতা সাইফুল্লাহ মিঁয়াজী আর নেই


২২ জুলাই ২০২০ ২০:৪৭

ঢাকা: বিএনপির সাবেক দফতর সম্পাদক সাইফুল্লাহ মিঁয়াজী মারা গেছেন। বুধবার (২২ জুলাই) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সাইফুল্লাহ মিঁয়াজী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৮১ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও দুই কন্যা সন্তান রেখে গেছেন।

মরহুমের মরদেহ বুধবার বিকেলেই সড়ক পথে গ্রামের বাড়ি কুমিল্লাহর লাঙ্গলকোট উপজেলায় নিয়ে যাওয়া হয়। সেখানে বাদ আছর জানাজা শেষে বাড়ি সংলগ্ন মসজিদ প্রাঙ্গনের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

বিজ্ঞাপন

দলের বর্ষীয়ান এই নেতার মৃত্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক প্রকাশ করেছেন। গণমাধ্যমে পাঠানো শোকবার্তায় তিনি বলেন, ‘মরহুম সাইফুল্লাহ মিঁয়াজী ছিলেন বিএনপির নিবেদিত প্রাণ নেতা। জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশপ্রেমের মহান ব্রত নিয়ে তিনি বিএনপির রাজনীতিতে আসেন এবং দীর্ঘ সময় দলের দফতর সম্পাদকের দায়িত্ব পালন করেন অত্যন্ত নিষ্ঠার সঙ্গে। তার মতো একজন প্রবীণ নেতাকে হারিয়ে বিএনপি শোকাহত। আমি তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।’

চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বিএনপি নেতা বিএনপির সাবেক দফতর সম্পাদক সাইফুল্লাহ মিঁয়াজী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর