Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিঙ্গাপুরে আটকে পড়া ১৬০ বাংলাদেশিকে ফিরিয়ে আনলো ইউএস বাংলা


২২ জুলাই ২০২০ ২১:৪৪

ঢাকা: করোনার কারণে সিঙ্গাপুরে আটকে পড়া ১৬০ বাংলাদেশিকে ফিরিয়ে আনলো ইউএস-বাংলা এয়ারলাইন্স। বুধবার ( ২২ জুলাই) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণ করেছে বলে সারাবাংলাকে নিশ্চিত করেছেন ইউএস বাংলার মহাব্যবস্থাপক (জিএম) কামরুল ইসলাম।

তিনি বলেন,  ‘সিঙ্গাপুরে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে বিশেষ ফ্লাইটটি পরিচালনা করেছে। কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের কারণে গত প্রায় চার মাস বিশ্বের বিভিন্ন দেশে অনেক বাংলাদেশি আটকে আছে। বাংলাদেশ ও সিঙ্গাপুর সরকারের সহযোগিতায় সিঙ্গাপুর থেকে আজ আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনা হয়েছে।’

কামরুল ইসলাম জানান, ইতিমধ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্স সিঙ্গাপুর ছাড়াও করোনাকালে চেন্নাই, কলকাতা, দিল্লী, লাহোর, কুয়ালালামপুর, ব্যাংকক, আবুধাবী, দুবাই ও ইউরোপের অন্যতম গন্তব্য ফ্রান্সের প্যারিসে বিশেষ ফ্লাইট পরিচালনা করেছে।

ইউএস-বাংলা সিঙ্গাপুরে আটকে পড়া বাংলাদেশি


বিজ্ঞাপন
সর্বশেষ

ভূতের গলির বাসায় মিলল বৃদ্ধের মরদেহ
৮ সেপ্টেম্বর ২০২৪ ১১:০০

সম্পর্কিত খবর