Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে’


২৩ জুলাই ২০২০ ০২:৫৫

ঢাকা: মুজিব বর্ষ উপলক্ষ্যে হাতে নেওয়া কার্যক্রম যথাসময়ে বাস্তবায়ন করে, জনগণের জ্বালানি নিরপত্তা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেছেন, নিরাপদ ও নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।

বুধবার (২২ জুলাই) ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ‘জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ২০১৯-২০২০ অর্থবছরে আরএডিপি বাস্তবায়ন ও অগ্রগতি’ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন বর্তমান প্রেক্ষাপটে বার্ষিক উন্নয়ন কমূসূচি ৮৯.২৩% বাস্তবায়ন ভালোর দিকেই কিন্তু আমরা প্রকল্প শতভাগ বাস্তবায়ন হতে বিচ্যুত হতে চাই না। পরিস্থিতি বিবেচনা করে গৃহীত প্রকল্পসমূহ শতভাগ বাস্তবায়ন প্রচেষ্টা অব্যাহত রাখেতে হবে।

কানেকটিভিটি সৃষ্টিকারী প্রকল্পসমূহে বিশেষ গুরুত্ব দেয়া প্রয়োজন। পাইপলাইন নির্মাণ প্রকল্পগুলো নির্ধারিত সময়ে সম্পন্ন করা গেলে নিরাপদ জ্বালানি সরবরাহ নিশ্চিত হবে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ২০১৯-২০২০ অর্থবছরের আরএডিপি বাস্তবায়ন করেছে ৮৯.২৩%। মোট ৩২টি প্রকল্পের মাঝে জিওবি ও বৈদেশিক সহায়তাপৃষ্ট ৮টা প্রকল্পে বরাদ্দ ছিল ২৪১৭.০৭ কোটি টাকা, বাস্তাবয়ন ৯৪.২৩%, নিজস্ব অর্থায়নে ১৬ প্রকল্পে বরাদ্দ ছিল ৮৯০.১০ কোটি টাকা, বাস্তবায়ন ৭৫.৬৬%, গ্যাস উন্নয়ন তহবিলের আওতায় ৮টি প্রকল্পের বরাদ্দ ছিল ২২৭.৭৯ কোটি টাকা বাস্তবায়ন হয়েছে ৮৯.১২%।

ভার্চুয়াল এ সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মোঃ আনিছুর রহমান, বিপিসির চেয়ারম্যান মোঃ সামছুর রহমান, পেট্টোবাংলার চেয়ারম্যান এ বি এম আবদুল ফাত্তাহ ও কোম্পানী সমূহের ব্যবস্থাপনা পরিচালকগণ সংযুক্ত ছিলেন।

বিজ্ঞাপন

জ্বালানি জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বিদ্যুৎ সরবরাহ

বিজ্ঞাপন

পদ প্রত্যাশীদের দৌড়-ঝাঁপ
২২ নভেম্বর ২০২৪ ২২:৫২

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর