Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্যানিটেশনে অগ্রগতি, তবু খোলা জায়গায় মলত্যাগ ২৫ লাখ মানুষের


২৩ জুলাই ২০২০ ১০:০১

ঢাকা: স্যানিটেশনে গত কয়েক বছরে ব্যাপক অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশ। ২০১৫ সালেও যেখানে স্যানিটারি পায়খানার ব্যবহার ছিল ৭৩ দশমিক ৫ শতাংশ মানুষের মধ্যে, ২০১৯ সালে সেটি দাঁড়িয়েছে ৮১ দশমিক ৫ শতাংশে। স্যানিটারি পায়খানার ব্যবহার এমন বাড়লেও পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য বলছে, দেশের ২৫ লাখ মানুষ এখনো খোলা জায়গায় মলত্যাগ করে। অবশ্য এই ক্ষেত্রে ধারাবাহিকভাবে অগ্রগতি রয়েছে বাংলাদেশের।

বিজ্ঞাপন

বিবিএসের তথ্য বলছে, ২০১৭ সালে দেশের ৪৩ লাখ বা ২ দশমিক ৬ শতাংশ মানুষ খোলা জায়গায় মলত্যাগ করত। ২০১৮ সালে এই সংখ্যা ছিল ৩২ লাখ (২ শতাংশ)। এ বছর আরও সাত লাখ কমে খোলা জায়গায় মলত্যাগ করা মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ লাখে। শতকরা হিসাবে মোট জনগোষ্ঠীর ২ শতাংশ থেকে দেড় শতাংশে কমে এসেছে এমন মানুষের সংখ্যা।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সবশেষ জরিপে এসব তথ্য উঠে এসেছে। গত ৩০ জুন চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি। ‘রিপোর্ট অন বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিস্টিকস ২০১৯’ জরিপটি পরিচালনা করা হয় মনিটরিং দ্য সিচুয়েশন অব ভাইটাল স্টাটিস্টিকস অব বাংলাদেশ (এমএসভিএসবি)-তৃতীয় পর্যায় প্রকল্পর মাধ্যমে।

প্রতিবেদন প্রসঙ্গে জানতে চাইলে এমএসভিএসবি প্রকল্প পরিচালক এ কে এম আশরাফুল হক সারাবাংলাকে বলেন, উন্মুক্ত স্থানে মলত্যাগের এই হার দিন দিন কমতেই থাকবে। স্বাস্থ্যসম্মত পায়খানার ব্যবহার যতই বাড়বে, এর ব্যবহার ততই কমবে। তাছাড়া এখন গ্রামের মানুষও অনেক বেশি সচেতন।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৫ সালের জরিপে খোলা আকাশের নিচে মলত্যাগকারীর মানুষ ছিল দেশের মোট জনসংখ্যার তিন দশমিক তিন শতাংশ। ২০১৬ সালে সেটি কমে দাঁড়ায় দুই দশমিক সাত শতাংশে। পরবর্তীতে ২০১৭ সালে আরও কমে এই হার দাঁড়ায় দুই দশমিক ছয় শতাংশে। এরপর ২০১৮ সালে ২ শতাংশে নেমে আসার পর এবার দেড় শতাংশে নেমে এলো এর পরিমাণ।

স্যানিটারি পায়খনা ব্যবহারের চিত্র

প্রতিবেদন পর্যালোচনা করে দেখা যায় দেশে স্যানিটারি পায়খানা ব্যবহারের সংখ্যা ধারাবাহিকভাবে বাড়ছে। ২০১৯ সালের হিসাব অনুযায়ী দেশের ৮১ দশমিক ৫ শতাংশ মানুষ স্যানিটারি পায়খানা ব্যবহার করে। এই হার ২০১৮ সালে ছিল ৭৮ দশমিক ১ শতাংশ, ২০১৭ সালে ছিল ৭৬ দশমিক ৮ শতাংশ। এরও আগে ২০১৬ সালে ৭৫ শতাংশ ও ২০১৫ সালে ৭৩ দশমিক ৫ শতাংশ মানুষ স্যানিটারি পায়খানা ব্যবহার করত।

বিজ্ঞাপন

অন্যান্য স্থানে মলতাগ

স্যানিটারি ও খোলা আকাশের মাঝামাঝি ঝুপড়ি, গর্ত বা নিদিষ্ট কোনো স্থানে মলত্যাগ করে ১৭ শতাংশ মানুষ। এই সংখ্যাও দিন দিন কমে আসছে। ২০১৮ সালে ১৯ দশমিক ৯ শতাংশ মানুষ এরকম স্থানে মলত্যাগ করত। ২০১৭ সালে এর পরিমাণ ছিল ২০ দশমিক ৬ শতাংশ, ২০১৬ সালে ২২ দশমিক ৩ শতাংশ ও ২০১৫ সালে ২৩ দশমিক ২ শতাংশ।

বাংলাদেশ মলত্যাগ স্যানিটেশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর