Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনাভাইরাস: ভারতে ২৪ ঘণ্টায় সাড়ে ৪৫ হাজার আক্রান্ত


২৩ জুলাই ২০২০ ২২:৫১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ সংখ্যক করোনাভাইরাস আক্রান্ত শনাক্তের নতুন রেকর্ড হয়েছে। খবর এএনআই।

বৃহস্পতিবার (২৩ জুলাই) স্থানীয় সময় সকাল থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ৪৫ হাজার ৭২০ জন করোনা আক্রান্ত রোগীকে শনাক্ত হয়েছে বলে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

এদিকে, ভারতের মোট করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে ১২ লাখ ৩৮ হাজার ৬৩৫ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে ওয়ার্ল্ডোমিটার।

এর আগে থেকেই, যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পর করোনা আক্রান্তের সংখ্যায় বিশ্বের তৃতীয় স্থানে আছে ভারত। বুধবার (২২ জুলাই) ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত আরও এক হাজার ১২৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভারতে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৮৬১ জনে।

বিজ্ঞাপন

এ ব্যাপারে কলকাতা থেকে প্রকাশিত আনন্দবাজার পত্রিকা লিখেছে, সর্বশেষ এক মাসে দৈনিক মৃতের সংখ্যা ৫০০-৬৫০ এর মধ্যে উঠানামা করলেও বুধবার (২২ জুলাই) তা হাজার ছাড়িয়ে যায়।

পাশাপাশি, দেশটিতে চিকিৎসা নিয়ে মোট সাত লাখ ৮২ হাজার ৬০৭ জন করোনা রোগী নিয়মিত জীবনে ফিরে গেছেন। সুস্থ হওয়ার হার ৬৩ দশমিক ১৮ শতাংশ বলে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রে জানানো হয়েছে।

অপরদিকে, বুধবার (২২ জুলাই) ভারতে এ সর্বোচ্চ সংখ্যক, তিন লাখ ৫০ হাজার ৮২৩ নমুনা সংগ্রহ করা হয়েছে। একই সময়ে দেশটিতে মোট দেড় কোটিরও বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে ।

প্রসঙ্গত, ভারতের রাজ্যগুলোর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত নিয়ে শীর্ষে আছে মহারাষ্ট্র। একদিনে রাজ্যটিতে রোগী বেড়েছে সাড়ে ১০ হাজারেরও বেশি। এতে মোট আক্রান্তের সংখ্যা তিন লাখ ৩৭ হাজার ৬০৭ জনে দাঁড়িয়েছে। এখানে মৃত্যু হয়েছে ১২ হাজার ৫৫৬ জনের। দ্বিতীয় স্থানে থাকা তামিলনাডুতে আক্রান্তের সংখ্যা এক লাখ ৮৬ হাজারেরও বেশি। এখানে মৃত্যু হয়েছে তিন হাজার ১৪৪ জনের। আক্রান্তের সংখ্যায় তৃতীয় স্থানে থাকা দিল্লি মৃতের সংখ্যায় দ্বিতীয় স্থানে আছে। এখানে মোট আক্রান্ত এক লাখ ২৬ হাজার ৩২৩। মৃত্যু হয়েছে তিন হাজার ৭১৯ জনের। ভারতের রাজধানী দিল্লির প্রতি চার জনে একজন করোনাভাইরাসে আক্রান্ত বলে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে।

আক্রান্ত শনাক্ত কোভিড-১৯ নভেল করোনাভাইরাস ভারত রেকর্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর