ভারতের অর্থায়নে আলিপুর রহমানীয়া স্কুলে হচ্ছে বিজ্ঞান ভবন
২৩ জুলাই ২০২০ ১৯:২৫
ঢাকা: চট্টগ্রামের হাটহাজারীতে আলিপুর রহমানীয়া স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান ভবনের নির্মাণকাজের উদ্বোধন হয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ও ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাশ। ভারতের আর্থিক সহায়তায় স্কুলটির এই বিজ্ঞান ভবন নির্মাণ করা হচ্ছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষ থেকে তথ্যমন্ত্রী প্রধান অতিথি হিসেবে এবং ভারতের হাইকমিশনার তার কার্যালয় থেকে সভাপ্রধান হিসেবে ভিডিও কনফারেন্সে যুক্ত হন নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে।
চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের দায়িত্বে থাকা অনিন্দ্য ব্যানার্জীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যুক্ত হন চট্টগ্রাম-৫ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ।
তথ্যমন্ত্রী এ নির্মাণ প্রকল্প এবং এর আগেও এ ধরনের উদ্যোগ নেওয়ার জন্য ভারত সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘যখনই বাংলাদেশ ও ভারতের সম্পর্কে কথা আসে, তখনই আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে ভারতের ঐতিহাসিক ভূমিকা, ভারতের জনগণ ও সরকারের অকুণ্ঠ সমর্থন এবং সহায়তার জন্য কৃতজ্ঞতা জানাতে হয়।’
ড. হাছান মাহমুদ বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক অকৃত্রিম ও ঐতিহাসিক। ভারতের পশ্চিমবঙ্গ ও অন্যান্য রাজ্যসহ অনেক রাজ্যে আমরা একই ভাষায় কথা বলি, একই পাখির কলতান শুনি, একই নদীর অববাহিকায় আমরা জন্মগ্রহণ করেছি, বেড়ে উঠেছি। ভারতও স্বাধীনতার পর থেকে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অব্যাহতভাবে ভূমিকা রেখে চলেছে। সবশেষ গত ২১ জুলাই ভারতের পণ্যবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে কন্টেইনার আনলোড করার পর তা বাংলাদেশের সড়কপথে পরিবহন করে ভারতের উত্তর-পূর্বাঞ্চলে পৌঁছার মধ্যদিয়ে দু’দেশের বাণিজ্যিক সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত হয়েছে। আমি মনে করি এটি, যদি অব্যাহত থাকে, তাহলে ভারত ও বাংলাদেশ উভয় দেশই উপকৃত হবে।
সভাপ্রধান রিভা গাঙ্গুলী দাশ তার বক্তৃতায় শিক্ষা বিস্তারের কাজে যুক্ত হতে পেরে আনন্দ প্রকাশ করেন এবং এ সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান। এমপি আনিসুল ইসলাম মাহমুদ তার নির্বাচনি এলাকায় এ সহযোগিতার জন্য ভারত সরকারকে ধন্যবাদ দেন।
উদ্বোধন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ নির্মাণকাজ বিজ্ঞান ভবন ভারতীয় হাইকমিশনার হাটহাজারী আলিপুর রহমানীয়া স্কুল