কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে বিরল প্রজাতির কচ্ছপ
২৪ জুলাই ২০২০ ১০:৫৭
কুয়াকাটা: পটুয়াখালীর কুয়াকাটা পর্যটনকেন্দ্রের সৈকতে ভেসে এসেছে একটি বিরল প্রজাতির কচ্ছপ। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল আটটার দিকে কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট থেকে পূর্ব দিকের সৈকতে স্থানীয়দের নজরে আসে কচ্ছপটি। ডান পায়ে ক্ষত নিয়ে আসা এই কচ্ছপ দেখতে সৈকতে আসেন অনেকেই।
স্থানীয় কয়েকজন জানান, সকালে কচ্ছপটি ভেসে আসে। কচ্ছপটি অসুস্থ এবং ডান পায়ে ক্ষত রয়েছে। জেলে মোঃ বেলাল বলেন , কচ্ছপটি জেলেদের জালে আটকা পড়ে এবং একপর্যায়ে জাল ছিঁড়ে মুক্ত হয়। পায়ে ব্যথা পাওয়ার কারণে তীরে চলে আসে।কচ্ছপটির ওজন আনুমানিক ২০ কেজি।
কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মাহামুদ হোসেন মোল্লা মুঠোফোনে জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দ্রুত তিনি সৈকতে গিয়েছেন। কচ্ছপটির ডান পায়ে ক্ষত রয়েছে। এখন নড়াচড়া করতে পারছে না। বন বিভাগকে বিষয়টি জানিয়েছেন।