Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাপ্তাই হ্রদে মাছের পোনা অবমুক্ত


২৪ জুলাই ২০২০ ১২:০১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাঙামাটি: জাতীয় মৎস্য সপ্তাহ-২০২০ উপলক্ষ্যে দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম কৃত্রিম জলাধার রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) সকালে রাঙামাটি জেলা মৎস্য অধিদপ্তর ও বিএফডিসি রাঙামাটি কার্যালয়ের যৌথ আয়োজনে ফিসারি ঘাটে পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

এসময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক পবন কুমার চাকমা, বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন রাঙামাটি কেন্দ্রের ব্যবস্থাপক লেফটেন্যান্ট কমান্ডার তৌহিদুল ইসলাম, বাংলাদেশ নদী গবেষণা ইনস্টিটিউট রাঙামাটি উপকেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা আজহার আলী প্রমুখ।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, দেশের মৎস্য বৃদ্ধিতে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। বর্তমানে বাংলাদেশ স্বাদু পানির মাছ উৎপাদনের বিশ্বে তৃতীয় অবস্থানে রয়েছে। প্রথম স্থান অর্জনে আমাদের প্রত্যেককেই আরও আন্তরিকভাবে কাজ করে যেতে হবে। এবছর রাঙামাটির কাপ্তাই হ্রদে ৪২ মেট্রিকটন মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছ উৎপাদন বাড়াতে
সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আহ্বান জানানো হয়।

কাপ্তাই হ্রদ পোনা অবমুক্ত রাঙ্গামাটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর