Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দক্ষিণ কোরিয়ায় ৩০ রাশিয়ান নাবিক করোনা ‘পজিটিভ’


২৪ জুলাই ২০২০ ১২:২৮ | আপডেট: ২৪ জুলাই ২০২০ ১৬:৫৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাশিয়া থেকে মাছ ধরা ট্রলার নিয়ে দক্ষিণ কোরিয়ার বুসান নগরে নোঙ্গর করার পর অন্তত ৩০ রাশিয়ান নাবিক করোনা পরীক্ষায় ‘পজিটিভ’ হিসেবে শনাক্ত হয়েছেন। খবর তাস।

শুক্রবার (২৪ জুলাই) বার্তাসংস্থা ইয়োনহাপ জানিয়েছে, বুসানে নোঙ্গর করা ওই মাছ ধরা ট্রলারে মোট ৯৪ আরোহী ছিলেন। তাদের মধ্যে ৬২ জনের করোনা পরীক্ষায় ‘নেগেটিভ’ আসলেও, ৩০ জন করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।

এদিকে, দক্ষিণ কোরিয়ার স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, গত দুই মাসে আট রাশিয়ান জাহাজ থেকে ৭৮ জন করোনা আক্রান্তকে শনাক্ত করেছে তারা।

এ ব্যাপারে জুলাইয়ের ১৭ তারিখে দক্ষিণ কোরিয়াস্থ রাশিয়ার কনস্যুলেটের পক্ষ থেকে বলা হয়েছিল, একটি রাশিয়ান জাহাজের ২২ কর্মী করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন, বুসান এলাকায় অবস্থানরত রাশিয়ানদের কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শও দেওয়া হয়েছিল কনস্যুলেটের পক্ষ থেকে।

বিজ্ঞাপন

অন্যদিকে, বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যায় চতুর্থস্থানে থাকা রাশিয়ায় মোট আক্রান্তের সংখ্যা সাত লাখ ৯৫ হাজার ৩৮ জন এবং মৃত্যু হয়েছে ১২ হাজার ৮৯২ জনের।

পাশাপাশি, দক্ষিণ কোরিয়ায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৯৭৯ জন এবং মৃত্যু হয়েছে ২৯৮ জনের।

কোভিড-১৯ দক্ষিণ কোরিয়া নভেল করোনাভাইরাস বুশান রাশিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর