Thursday 31 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় দেশে আরও ৩৫ জনের মৃত্যু, আক্রান্ত ২,৫৪৮


২৪ জুলাই ২০২০ ১৪:৪৫ | আপডেট: ২৪ জুলাই ২০২০ ১৫:০৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: করোনাভাইরাসে (কোভিড-১৯) গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৮৩৬ জন। এছাড়া ২৪ ঘণ্টায় ২ হাজার ৫৪৮ জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ লাখ ১৮ হাজার ৬৫৮ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৭৬৮ জন। এ নিয়ে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো ১ লাখ ২০ হাজার ৯৭৬।

শুক্রবার (২৪ জুলাই) দুপুরে কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন বুলেটিনে এসব তথ্য তুলে ধরেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় সারাদেশে নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ২৭টি। গত ২৪ ঘণ্টায় যেসব নমুনা পরীক্ষা হয়েছে এর মধ্যে ২ হাজার ৫৪৮ জনের শরীরে কোভিড-১৯-এর উপস্থিতি পাওয়া গেছে। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ১৮ হাজার ৬৫৮ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২১ দশমিক ১৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৫ দশমিক ৩৩ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৩০ শতাংশ।

বিজ্ঞাপন

নাসিমা সুলতানা জানান, মৃত্যুবরণকারীদের মধ্যে ২৮ জন পুরুষ জন এবং ৭ জন নারী। এখন পর্যন্ত মৃত্যুবরণকারীদের মধ্যে পুরুষ ২ হাজার ২৩৭ জন এবং নারী ৫৯৯ জন।

২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ১০০ বছরের ওপরে একজন, ৯১ থেকে ১০০ বছরের মধ্যে একজন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ৩ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৪ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৩ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৮ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৪ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন।

করোনা করোনায় আক্রান্ত কোভিড-১৯

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর