দুর্যোগ মোকাবিলায় সরকারের যথেষ্ট প্রস্তুতি রয়েছে: পলক
২৪ জুলাই ২০২০ ১৭:০৬
নাটোর: প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সরকারের যথেষ্ট প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এসময় সরকারের পাশাপাশি বিত্তবানদেরও বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
শুক্রবার (২৩ জুলাই) নাটোরের সিংড়া বিলহালতি ত্রিমোহনী অনার্স কলেজ প্রাঙ্গণে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এসময় জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজসহ পানি উন্নয়ন বোর্ড, এলজিইডি নির্বাহী প্রকৌশলী ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী বন্যাকবলিত মানুষের জন্য স্বেচ্ছাশ্রমের বিনিময়ে পারাপারের জন্য ১৩টি নৌকা তুলে দেন।