Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরকারের চারদিকে অন্ধকার ঘনিয়ে আসছে— রিজভী


২৪ জুলাই ২০২০ ১৭:১১

ঢাকা: সরকারের চারদিকে অন্ধকার ঘনিয়ে আসছে বলে মন্তব্য করেছেন রাজপথের প্রধান বিরোধী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার (২৪ জুলাই) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ভিডিও কনফারেন্সে তিনি এ মন্তব্য করেন।

এর আগে বৃহস্পতিবার (২৩ জুলাই) নিজ বাসায় ভিডিও কনফারেন্সে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি এখন মানসিকভাবে বিপন্ন। বিএনপি নিজেরাই জনরোষের ভয়ে আছে। তারা জনগণকে সাহস না দিয়ে জনমনে আতঙ্ক ছড়াচ্ছে।’

বিজ্ঞাপন

তার এই বক্তব্যের জবাবে রিজভী বলেন, ‘আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের এই কথার জবাব দিয়ে তার গুরুত্ব বাড়ানোর দরকার আছে বলে বিএনপি মনে করে না। তার এই কথায় প্রতীয়মান হয়, সর্বক্ষেত্রে ব্যর্থতা আর সর্বগ্রাসী দুর্নীতি-লুটপাটে বেসামাল সরকার দেশে-বিদেশে বিতর্কিত হয়ে পড়ায় অস্থির হয়ে উঠেছে। তাদের চারদিকে অন্ধকার ঘনিয়ে আসছে।’

“নিজেদের আয়নায় এখন কেবল বিএনপিকে কল্পনা করছে তারা। কাদের সাহেবের কথাটা হবে ‘আওয়ামী লীগ জনরোষের আতঙ্কে আছে।’ কিন্তু তিনি উল্টো দিকে ঘুরিয়ে ফেলেছেন কথাটা। নিজেদের অবস্থাটা এখন অন্যের ভেতরে দেখতে চাচ্ছেন। অনুভব বা অনুমান করছেন যে তাদের কী ভয়াবহ অবস্থা,”— বলেন রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘বিএনপি আতঙ্কিত হবে কেন? বিএনপি কি চাল চুরি, তেল চুরি, ত্রাণ চুরি, করোনার টেস্ট কিট দুর্নীতি, ব্যাংক লোপাট, রাজকোষ চুরি, শেয়ার বাজার লুণ্ঠন, রাতের অন্ধকারে জনগণের ভোট ডাকাতির কাজে লিপ্ত ছিল? দেশব্যাপী চুরি, ডাকাতি ও লুটের সঙ্গে আওয়ামী লীগের জড়িত থাকাটা শুধু দেশীয় গণমাধ্যম না, আন্তর্জাতিক গণমাধ্যমেও প্রচার হচ্ছে। সুতরাং জনরোষের ভয়ে আপনারা এখন প্রলাপ বকছেন।’

বিজ্ঞাপন

‘সারাক্ষণ আতঙ্কে কাটে আপনাদের দিন-রাত। চারদিকে আপনাদের অপকর্মের স্তূপ এত বিকট আকার ধারণ করেছে যে বিএনপিকে গালমন্দ করা ছাড়া এই মুহূর্তে আপনাদের স্টকে আর কিছু নেই। তাই প্রলাপ বকেন আর বিএনপিকে নিয়ে সমালোচনা করেন,’— বলেন রিজভী।

তিনি বলেন, ‘সারাবিশ্বে এখন আলোচিত দুর্নীতিবাজ সরকার হলো আওয়ামী লীগ। যত অপকর্ম করছে আওয়ামী লীগ, আর জনরোষের ভয় দেখাচ্ছে বিএনপিকে? কী হাস্যকর কথা! যদি সৎ সাহস থাকে তবে  নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন। তখন দেখা যাবে কারা জনরোষে পড়ে।’

রিজভী বলেন, ‘হুমকি-ধমকি, হামলা-মামলা, জেল-জুলুমের ভয় উপেক্ষা করেও আমরা অব্যাহতভাবে সরকারের অনিয়ম দুর্নীতি দুর্বৃত্তায়নের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করছি, অনিয়মগুলো চোখে আঙুল দিয়ে ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি। কোভিড-১৯ যেহেতু একাধারে বৈশ্বিক সংকট ও জাতীয় সংকট, তাই পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় আমরা বিএনপির পক্ষ থেকে এই পরিস্থিতি মোকাবিলায় সরকারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছিলাম।’

তিনি বলেন, ‘আমরা সরকারকে সতর্ক করে দিয়ে বলেছিলেন, করোনা ভাইরাস আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কম দেখিয়ে নিজেদের কাগুজে সাফল্য দেখানোর চেয়ে বেশি জরুরি করোনাভাইরাস টেস্ট নিয়ে দেশে-বিদেশে বাংলাদেশের বিশ্বাসযোগ্যতা অর্জন। কারণ, করোনা ভাইরাস টেস্টের ব্যাপারে আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশ বিশ্বাসযোগ্যতা হারালে ভবিষ্যতে নাগরিকদেরকে অত্যন্ত চড়া মূল্য দিতে হতে পারে।’

‘কিন্তু এই সরকার কোনো কথাই কানে নেওয়ার চেষ্টা করছে না অথবা শুনেও না শোনার ভান করছে। বরং আমরা দেখছি, সরকারের একটাই কাজ, কারণে-অকারণে শুধু বিএনপির বিরোধিতা করা,’— বলেন রুহুল কবির রিজভী।

ওবায়দুল কাদের বিএনপি রুহুল কবীর রিজভী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর