Friday 23 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাগলনাইয়ায় দু’পক্ষের গোলাগুলিতে ডাকাত নিহত


২৪ জুলাই ২০২০ ১৭:৫১

প্রতীকী ছবি

ফেনী: জেলার ছাগলনাইয়ায় দুই পক্ষের গোলাগুলিতে এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) ভোরে উপজেলার শুভপুরে এ ঘটনা ঘটে।

নিহত নজরুল ইসলাম ছাগলনাইয়া উপজেলার শুভপুর গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে ছাগলনাইয়া থানায় হত্যা মামলাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন জানান, গোলাগুলির খবর পেয়ে শুভপুরে যায় পুলিশ। এ সময় ঘটনাস্থলে গুলিবিদ্ধ নজরুলকে পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

গোলাগুলি ছাগলনাইয়া মাদক বিক্রেতা

বিজ্ঞাপন

জুনে বসছে বিপিও সামিট
২৩ মে ২০২৫ ০০:১৯

আরো

সম্পর্কিত খবর