শেখ হাসিনার পক্ষে উপকমিটির ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত
২৪ জুলাই ২০২০ ১৮:২০
ঢাকা: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার পক্ষে এবং দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশনায় ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে। আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক এবং উপকমিটির সদস্য সচিব সুজিত রায় নন্দীর সার্বিক তত্ত্বাবধানে এই কার্যক্রম চালানো হচ্ছে।
শুক্রবার (২৪ জুলাই) আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এ কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন হাসপাতালে ৮টি বিশেষ সুবিধাসম্পন্ন উন্নতমানের অক্সিজেন কনসেনট্রেটর, চিকিৎসকদের ব্যবহারের জন্য উন্নতমানের পিপিই সেট, উন্নতমানের হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক, রোগীদের ব্যবহারের জন্য উন্নতমানের এন্টিসেপটিক সাবান বিতরণ করা হয়েছে। সুপার সাইক্লোন আম্পানে ক্ষতিগ্রস্ত উপজেলা এবং বন্যায় ক্ষতিগ্রস্ত জেলাসমূহে এসব দেওয়া হয়েছে।
এছাড়াও হাত ও মুখ প্রতিনিয়ত পরিস্কার পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে বিভিন্ন ধরনের শ্যাম্পু, ফেসওয়াস, ক্রিম ও সান প্রটেক্টরও বিতরণ করা হয়েছে।
এসময় আম্পানে ক্ষতিগ্রস্ত উপজেলাসমূহের মধ্যে সাতক্ষীরার শ্যামনগর, কলারোয়া, খুলনার কয়রা ও পাইকগাছা, বাগেরহাটের শরণখোলায়, হাসপাতালসমূহের মধ্যে সাতক্ষীরা জেনারেল হাসপাতাল, খুলনা জেনারেল হাসপাতাল, বরগুনা সদর হাসপাতাল, মোরেলগঞ্জ উপজেলা, বন্যায় ক্ষতিগ্রস্ত জেলাসমূহের মধ্যে লালমনিরহাট, মানিকগঞ্জ ও রাজবাড়ী জেলা রয়েছে।
বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীর সঞ্চালনায় অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভিডিও কনফারেন্সিংয়ে সংযুক্ত থেকে এ বিতরণ কার্যক্রমের সূচনা করেন। আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, ড. আব্দুর রাজ্জাক, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-দফতর সম্পাদক সায়েম খানসহ উপকমিটির সদস্যরা।
আওয়ামী লীগ ওবায়দুল কাদের ত্রাণসামগ্রী শেখ হাসিনা সমাজকল্যাণ উপকমিটি