Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা মেডিকেলে মৃতদেহের ছাড়পত্র নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৭


২৪ জুলাই ২০২০ ১৯:৩৭ | আপডেট: ২৫ জুলাই ২০২০ ০০:২৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃতদেহের ছাড়পত্র নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ সাতজন আহত হয়েছে। আহতদের মধ্যে দু’জন পথচারীও রয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) বিকালে হাসপাতালের জরুরি বিভাগের সামনে এই ঘটনা ঘটে।

আহতরা হলো- আয়েশা মনসুর বিউটি (৩৫), মো. মনসুর (৪৫), আল আমিন (২০), আকাশ (২৫), বুলি (২২), পথচারী মো. মোস্তফা (২৮) ও জুনায়েদ পাভেল (২৫)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

জানা গেছে, মৃতদেহের ছাড়পত্র নিয়ে বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্সের দালাল পারভেজ ওরফে নোয়াখালী পারভেজের সাথে হাসপাতালের অস্থায়ী শ্রমিক পারভেজের তর্কাতর্কি হয়। এ বিষয় নিয়ে হাসপাতালের স্টাফ ও ২০নং ওয়ার্ড ঢাকা মেডিকেল কলেজ ইউনিটের সভাপতি মো. রমিজের ভাতিজা সিফাত ও চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতির সাবেক সভাপতি আব্দুল খালেকের ভাতিজা মনিরের মধ্যে হাতাহাতি হয়। এর জেরে শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল নতুন ভবনের আবার সামনে মারামারির ঘটনা ঘটে।

বিজ্ঞাপন


বিষয়টি মীমাংসার জন্য বিকাল তিনটার দিকে চতুর্থ শ্রেণির সমিতি ঘরে মিটিং চলছিল। এ সময় আব্দুল খালেকের লোকজন রমিজের লোকদের ওপর হামলা করে। পরে দুই গ্রুপের সংঘর্ষ বাঁধে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মো. শিপন মিয়া জানান, গতকাল রাতে এবং আজ দুপুরে মারামারির ঘটনা ঘটেছে। এই ঘটনার সমধানের জন্য আজ বেলা ৩টার দিকে রমিজ ও আব্দুল খালেককে নিয়ে সমিতি ঘরে বসা হয়েছিল। এই সময় সমিতির বাইরে আবারও সংঘর্ষ হয়। এতে দুই গ্রুপের কয়েকজন আহত হয়।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, মেডিকেলে সংঘর্ষের ঘটনায় কয়েকজন আহত হয়েছে। এছাড়া পাঁচজনকে আটক থানায় নিয়ে আসা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

আহত ঢাকা মেডিকেল মৃতদেহের ছাড়পত্র